কলকাতা: দুরন্ত জয় দিয়ে এ মরশুমের আইএসএলের লিগ পর্ব শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা লিগ টেবলের দ্বিতীয় স্থানাধিকারী ও সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাওয়া দল এফসি গোয়াকে ২-০-য় হারিয়ে দ্বিতীয়বারের জন্য শিল্ড জয়ের সাফল্য উদযাপন করে। প্রথম লিগে যাদের কাছে হেরেছিল সবুজ-মেরুন বাহিনী, এ দিন সেই গোয়ার দলকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার পর লিগশিল্ড জয়ের আনন্দ ছিল দ্বিগুণ।
প্রথমার্ধের শেষ মিনিটে মনবীর সিংয়ের গোলটি দিমিত্রিয়স পেট্রাটসের হ্যান্ডবলের জন্য বাতিল না হলে এ দিন হয়তো আরও বড় ব্যবধানে জিততে পারত মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম গোলটি অবশ্য এফসি গোয়াই কার্যত ‘উপহার’ দেয় তাদের প্রতিপক্ষকে। ৬২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে হেড করে নিজের গোলেই বল ঠেলে দেন তাদের মিডফিল্ডার বরিস সিং। এর পরে সংযুক্ত সময়ে দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন স্কটিশ মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট।
এ বারের ফাইনালে যে দুই দল মুখোমুখি হলেও হতে পারে, সেই মোহনবাগান সুপার জায়ান্ট ও এফসি গোয়ার মধ্যে এ দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হয়। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি দেখা যায় সবুজ-মেরুন বাহিনীর মুখেই। হাজার ষাটেক সমর্থকদের সামনে এই অসাধারণ সাফল্য পেয়ে উল্লাসে ফেটে পড়েন দলের খেলোয়াড়রা। সঙ্গে ছিল সমর্থকদের বাঁধভাঙা উল্লাস।
আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট (৫৬) অর্জন করে এ বার লিগ পর্বে চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন বাহিনী। এই প্রথম তারা টানা দ্বিতীয়বার আইএসএলের শিল্ড জয় করল। সবচেয়ে বেশি সময় (৬২৬ মিনিট) গোল না খাওয়ার নজিরও গড়ল তারা। টানা ছ’টি ম্যাচে ক্লিন শিটের নজিরও আইএসএলে এই প্রথম গড়ল তারা। এ দিন তারা চলতি মরশুমের ১৭ নম্বর জয় পেল। এটিও আইএসএলে এক নজির। এক মরশুমে ১১টি হোম ম্যাচে জয়ও আইএসএলের নয়া নজির। একের পর এক নজির গড়ে চ্যাম্পিয়ন হওয়ার এই ইতিহাস ভারতীয় ফুটবলের ইতিহাসেও সোনার অক্ষরে লেখা থাকবে।
এ দিন দুই শীর্ষস্থানীয় দলের মধ্যে যেমন ফুটবলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়, তেমনই উত্তেজনার পারদও চরমে ওঠে। উত্তেজনার বশে দুই দলের খেলোয়াড়রাও প্রায় মেজাজ হারাচ্ছিলেন। হোম টিম যেখানে ১৬বার ফাউল করে, সেখানে এফসি গোয়ার ফাউলের সংখ্যা ছিল ১১। মোট পাঁচবার হলুদ কার্ড দেখান রেফারি রাহুল কুমার গুপ্তা, যিনি এ দিন শেষ অফিসিয়াল ম্যাচ খেলান। সবুজ-মেরুন বাহিনীর তারকাদের তিনবার ও এফসি গোয়ার খেলোয়াড়দের দু’বার। তবে ঠাসা গ্যালারিতে থাকা সমর্থকেরা একবারও সীমা ছাড়াননি। তথ্য সংগ্রহ: আইএসএল