ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভোটের (Loksabha Election 2024) মুখে আচমকা ইস্তফা দিলেন IPS দেবাশিস ধর। ২০২১ সালের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) সময় কোচবিহারের এসপি ছিলেন দেবাশিস ধর। শীতলকুচিকাণ্ডের পরেই সাসপেন্ড হয়ে যান দেবাশিস ধর।     


আচমকা ইস্তফা দেবাশিস ধরের: আগামী মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। আর ভোটের মুখে হঠাৎ ইস্তফা দেওয়ায় প্রশ্ন উঠছে, রাজনীতিতে নামতে চলেছেন পদত্যাগী IPS? পুলিশের কাজের বাইরেও সমাজসেবার কারণ দেখিয়ে ইস্তফা বলে জানান তিনি। যদিও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা এখনও স্পষ্ট করেননি। প্রসঙ্গত ২০২১ সাল ১০ এপ্রিল বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে গুলি চলে। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪জনের। কাউকে ১০ মিটার, কাউকে ২০ মিটার দূর থেকে গুলি করার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর সাসপেন্ড করা হয় তাঁকে। এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয় ভবানীভবনেও। সেই দেবাশিস ধরই এবার ইস্তফা দিলেন।        


২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইপিএস দেবাশিস ধরের যোধপুর পার্কের বাড়িতে যান সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তদন্তে নেমে একাধিক নথিও বাজেয়াপ্ত করা হয় বলে সিআইডি সূত্রে খবর। CID সূত্রে দাবি করা, ২০১৫-২০১৮ সাল এই তিন বছরের মধ্যে আইপিএস দেবাশিস ধরের সম্পত্তি কয়েক গুণ বেড়েছে। আর তাতে সাহায্য করেছেন আইপিএস ঘনিষ্ঠ ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী। সিআইডির এই অভিযানের ইস্যুতে মুখ খোলেন আইপিএস দেবাশিস ধর। তিনি বলেছিলেন, "অফিসিয়ালি যা বক্তব্য, তা ওঁদেরকে বলেছি। তার আগে অফিসিয়ালি আমার যা যা ডকুমেন্টটেশন, এটা আজকের থেকে নয়, যেহেতু আমি সরকারি কর্মচারী, যখন থেকেই আমি চাকরিতে ঢুকেছি, তখন থেকেই আমি এটা দিয়ে এসেছি। এটা সম্পর্কে আমার জনসমক্ষে কিছু বলার নেই।''  


এদিকে DGP রাজীব কুমারের অপসারণের পর ফের বঙ্গ প্রশাসনে রদবদল। চার জেলাশাসককে বদলির নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। প্রশাসনিক রদবদলের নির্দেশ গুজরাত, পাঞ্জাব, ওড়িশাতেও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Tapas Roy: 'একমাত্র শিল্প বেআইনি নির্মাণ' মেয়রের পদত্যাগ দাবি করে মন্তব্য তাপস রায়ের