কলকাতা: আজ অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সূত্রের খবর, ইতিমধ্য়েই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে আসানসোল জেল। দিল্লি যাত্রা রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন অনুব্রতর আইনজীবী। আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টে মামলা করা হতে পারে। আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে। অন্যদিকে,অনুব্রতকে দিৃল্লি নিয়ে যাওয়ার বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এ বিষয়ে প্রশ্ন তুলে শান্তনু সেনের দাবি 'দিল্লি নিয়ে যেতে হলে, কলকাতায় ইডির দফতর কেন?'
অন্যদিকে অনুব্রতর দিল্লি যাত্রা প্রসঙ্গে রাজনৈতিক তরজা চলছেই। এ বিষয়ে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষও। 'তখন ঠান্ডা ছিল কষ্ট হতো এখন গরম আছে দিল্লিতে। কষ্ট কম হবে। যত রকম ভাবে সম্ভব হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। পেট থেকে বেরোবে এবার সব কিছু'। অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের।
অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পঞ্চায়েত নির্বাচন আসছে, তাই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। লোকসভা নির্বাচন পর্যন্ত ভোট দখলের জন্য এরকম অনেক গ্রেফতার হবে'।
জানা গিয়েছে, আজই অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। দিল্লি হাইকোর্টে আজই অনুব্রত মামলার শুনানির আবেদন
আবেদন করেছেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। আজই দিল্লি হাইকোর্টে দুপুর দুটোর পর শুনানি। গরুপাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। সিব্বলের দাবি, অনুব্রতকে বাংলা থেকে দিল্লি আনার চেষ্টা হচ্ছে। দিল্লি হাইকোর্টেই ৩টি মামলার শুনানি হওয়ার কথা, দাবি কপিল সিব্বলের।
এ দিকে, দিল্লি যাত্রা রুখতে আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।বিচারপতি বিবেক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আজ দুপুর তিনটেয় সেই মামলার শুনানি। আসানসোলের বিশেষ আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পর গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারে ইডি। সূত্রের খবর, ইতিমধ্য়েই প্রস্তুতি তার প্রস্তুতি চলছে আসানসোল জেলে। এই পরিস্থিতিতে, দিল্লি যাত্রা রুখতে আসানসোল বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত। এদিকে, আজই সিবিআইয়ের মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে পেশ করা হবে আসানসোল আদালতে।