কলকাতা: বেসরকারি হাতে যাচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো? বেসরকারি হাতে হাওড়া ময়দান থেকে সেক্টর ৫ মেট্রো? ইতিমধ্যেই আগ্রহপত্র প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ, খবর সূত্রের । কারা কারা আগ্রহী? জানতে ইতিমধ্যেই আগ্রহপত্র প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ । আগ্রহপত্র খোলা হবে ৩১ জুলাই, খবর সূত্রের । মেট্রোর অভ্যন্তরীণ বৈঠকেও উঠল বেসরকারিকরণের প্রসঙ্গ, খবর সূত্রের । সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাকেও যুক্ত করার ভাবনা, খবর সূত্রের ।

দীর্ঘদিন ধরেই মেট্রোর সঙ্গে বেসরকারী সংস্থাকে যুক্ত করার কথা হচ্ছিল । একাধিকবার এই প্রস্তাব দেওয়া হয়েছে । তবে এবার মেট্রোর বেসরকারীকরণ করার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল মেট্রো কর্তৃপক্ষ । তবে ঠিক কোন সংস্থার হাতে যাবে মেট্রো, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি । এখনও পর্যন্ত কেবল আগ্রহপত্র প্রকাশ করা হয়েছে । অন্যদিকে, আরও একটি খবরের জন্য সদ্যই শিরোনামে এসেছে মেট্রো ।

ফাঁকা মেট্রো । আসনে বসে বেশ কয়েকজন যাত্রী । হঠাৎ বুকে ব্যাগ নিয়ে এগিয়ে এলেন এক ব্যক্তি । গালে দাড়ি । মাথায় হাল্কা চুল । ব্যাগ থেকে বের করে ফেললেন একটা ডিওডোরেন্টের ক্যানের মতো একটা কিছু । তারপর তিনি গাড়ির দরজায় কী একটা স্প্রে করে দিলেন । মেট্রোর ঠিক ওই জায়গায় ভিড় ছিল না । যাত্রী সংখ্যাও ছিল নিতান্তই কম । কিন্তু একটু দূরের সিটগ গুলি ছিল ঠাসা ।  তাই কেউ বাধা দিতেও এগিয়ে এলেন না । দেখা গেল, দরজা জুড়ে কালো রঙের স্প্রে করে চলে গেলেন তিনি । এই ভিডিও-টি শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে । অনেকেই প্রশ্ন তুলেছেন, কী ছড়াচ্ছেন এই ব্যক্তি ? কেন এই ব্যক্তিকে চিহ্নিত  করে ব্যবস্থা নিল না মেট্রোরেল কর্তৃপক্ষ? অবশেষে এই বিষয়ে বিবৃতি দিয়ে জানাল মেট্রো রেল । 

দেখা গিয়েছে, ব্লু লাইনের একটি মেট্রো রেকের ঘটনা এটি । এটি MR-409 -র ঘটনা । কোচ নং 4036 এর দরজায় এরকম ভাবে কালো রং স্প্রে করা হয়েছে । মেট্রো জানিয়েছে, এই ধরনের কাজ কোচের সৌন্দর্য বিকৃত করতে পারে । ওই কোচের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে , এক পুরুষ যাত্রী দরজাটি বিকৃত করেছেন । এই ব্যক্তিকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।