মালদা: ছেলের স্নাতকোত্তর পরীক্ষার সঙ্গে যুক্ত কমিটিতে থাকার অভিযোগ উঠেছে অধ্যাপক বাবার বিরুদ্ধে। আটকানো হল ছেলের পরীক্ষার রেজাল্ট। ঘটনাটি ঘটেছে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুন, মার খেয়ে বাড়ি আসবেন না, পাল্টা মারের দাওয়াই মিঠুন চক্রবর্তীর

বাংলার অধ্যাপক অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরীক্ষা প্রভাবিত করার অভিযোগ !

বাংলার অধ্যাপক অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরীক্ষা প্রভাবিত করার অভিযোগ। তাঁর ছেলে বিশ্ববিদ্যালয়ের MA-র ফাইনাল ইয়ারের ছাত্র। সন্তান বা নিকট আত্মীয় পরীক্ষার্থী হলে পরীক্ষাব্যবস্থায় যুক্ত থাকতে পারেন না অধ্যাপক বা অধ্যাপিকা। বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপক সেই নিয়ম মানেননি বলে অভিযোগ। বোর্ড অফ স্টাডিজের মিটিংয়ে অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত অধ্যাপক ওয়েবকুপার বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। ছেলের রেজাল্ট আটকানোয় কন্ট্রোলারকে হুমকির অভিযোগ বাংলার অধ্যাপকের বিরুদ্ধে। যাবতীয় অভিযোগ অস্বীকার অধ্যাপকের। গোটা বিষয়টির তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের সিদ্ধান্ত। 

কী বলছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ?

মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, 'বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ সেমিস্টারের একটি ছাত্রের রেজাল্ট বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ আটকে রেখেছে। এর পিছনে যেটা কারণ, সেটা হল, অভিযোগ , সেই সংশ্লিষ্ট ছাত্রটির পিতা,  বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি, পরীক্ষা সংক্রান্ত যেসমস্ত মিটিংগুলি হয়, তাতে তিনি উপস্থিত ছিলেন। যেখানে প্রশ্নপত্র কারা করবেন, খাতা কারা দেখবেন, ইত্যাদি বিষয়ে আলোচিত হয়। এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে। তিনি বিতর্কে জড়িয়ে পড়েন। কন্ট্রোলারের বক্তব্য ,তিনি যা আচরণ করেন, তা অধ্যাপকের মত নয়। এই দুটি বিষয় নিয়ে উপাচার্য মহাশয় ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং ডাকেন। ফ্যাকাল্টি কাউন্সিলের পক্ষে এটা ঠিক হয়, সংশ্লিষ্ট অধ্যাপককে দুটি কমিটির সামনে উপস্থিত হয়ে, তাঁর বক্তব্যের সাপেক্ষে যুক্তি দেখাতে বলা হোক। '

কী দাবি মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায়ের ?

 অপরদিকে, অধ্যাপক অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পরীক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের যা নিয়ম, সেই নিয়মের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে চাই। আমার ছেলের সঙ্গে কোনও পরীক্ষার সঙ্গে যুক্ত নই। আমি ১৯.০১.২০২৪ তারিখে, আমি কন্ট্রোলারের তিনটি মেইলে, আমি মেইল করে জানিয়েছি, আমার ছেলে যেহেতু ফার্স্ট সেমিস্টার থেকে ক্লাস করতে শুরু করেছে,  সুতরাং তার আমি কোনও রকম ইভ্যালুয়েশন এগজামিনেশন,ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট-কোন কিছুর সঙ্গে যুক্ত থাকব না।'