নয়া দিল্লি : শুরুর ২ ঘণ্টা আগে আইএসসি-র কেমিস্ট্রি পরীক্ষা স্থগিত করে দেওয়া হল। অনিবার্য কারণ দেখিয়ে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের পরীক্ষা স্থগিত করল বোর্ড। পরীক্ষাটি হবে ২১ মার্চ, বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি বোর্ডের। 


The Council for the Indian School Certificate Examinations এর তরফে এই ঘোষণা করা হয়। সঙ্গীতা ভাটিয়া ( deputy secretary of the council )  পরীক্ষার কোঅর্ডিনেটরদের একটি বিজ্ঞপ্তি পাঠান। বোর্ডের তরফে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। পরীক্ষা শুরুর মাত্র দুই ঘণ্টা আগে পরিষদ পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি পাঠায়। কী কারণে কাগজটি বাতিল করা হয়েছে তা কাউন্সিল নির্দেশ করেনি। “অনুগ্রহ করে নজর করুন,  26 ফেব্রুয়ারিতে নির্ধারিত ISC তে রসায়নের প্রথম  পত্রের পরীক্ষা, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। ISC র রসায়ন প্রথম পত্রের পরীক্ষা বৃহস্পতিবার, ২১মার্চ , দুপুর ২ টো তে পুনঃনির্ধারিত করা হয়েছে” সিআইএসসিই-র তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সঙ্গীতা ভাটিয়া । 


পরীক্ষা শুরুর মাত্র দুই ঘণ্টা আগে এই ঘোষণা হওয়ায় পরীক্ষা বাতিলের ফলে হাজার হাজার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাঁদের কারও কারও দাবি, কেন পরীক্ষা বাতিল করা হয়েছে তা উল্লেখ করে কাউন্সিলকে ব্যাখ্যা দিতে হবে। কেউ কেউ আশঙ্কা করছেন, পেপার ফাঁস হয়ে থাকতে পারে।


ISC পরীক্ষার তারিখ  জানানো হয়েছিল গতবছর ৮ ডিসেম্বর। ISC দ্বাদশের প্রবেশপত্র দেওয়া হয় ফেব্রুয়ারিতেই। ISC বোর্ড পরীক্ষা শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি। ৩ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা। এ বছর ISC দ্বাদশের ফলাফল ঘোষণা হতে পারে ১৪ মে। এই বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখতে হবে সরকারি ওয়েবসাইট cisce.org -এ। 
 
অন্যদিকে একই সঙ্গে চলছে ICSE বা ক্লাস টেনের পরীক্ষা। আজ ICSE র সিভিক্স (HCG পেপার 1) এবং History and Civics Thailand (HGT পেপার 1) পরীক্ষা ছিল। দুপুর ১ টায় শেষ হয় সেই পরীক্ষা। 


ISC 2024 ক্লাস 12 বোর্ড পরীক্ষা: গুরুত্বপূর্ণ নির্দেশাবলী


- পরীক্ষা শুরুর জন্য নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছতে হবে। 
-  দেরি হলে  তত্ত্বাবধায়ক পরীক্ষকের কাছে কারণ জানাতে হবে।  
- ব্যতিক্রমী পরিস্থিতি ব্যতীত, কেউ আধ ঘণ্টার বেশি দেরি করলে তাকে পরীক্ষায় অনুমতি দেওয়া হবে না।
- পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা মনোযোগ সহকারে পড়তে হবে।