সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অতীতেও রাজনৈতিক নেতা-মন্ত্রীর প্রচারের জন্য নানা ধরণের ফ্লেক্স দেখতে পাওয়া গিয়েছে। কখনও 'অনুপ্রেরণা'-র ইস্যুতে, কখনও আবার 'কেন্দ্রীয়বাহিনীকে ভয় পাই না' এই ইস্যুতেও পোস্টার- ব্যানার পড়েছে। বিরোধীদের তরফেও কিছু কম যায়নি। তবে কথা হচ্ছে, সামনেই এবার লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই এবার ফিল্মি কায়দায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) ফ্লেক্স ছড়িয়ে পড়েছে ।
'টাইগার ইজ ব্যাক..'
ব্যারাকপুর জুড়ে রাজ চক্রবর্তীর নামে ফ্লেক্স ছড়িয়ে পড়ার পর এবার সাংসদ অর্জুন সিংহ এর ছবি দিয়ে ফ্লেক্স ছড়িয়ে পড়ল ব্যারাকপুর শহরে। তাতে লেখা রয়েছে 'টাইগার ইজ ব্যাক।' একে কটাক্ষ করেছেন জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, 'বাঘ তো জঙ্গলে থাকে।এরকম হলে তাহলে বন দফতরকে খবর দিতে হবে।'
অর্জুনকে সোমনাথের 'গদ্দার' বাণ
জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন,দল যা বলবে দলের কথা মাথা পেতে নিয়ে হবে। আমরা কেউ নয়।আমার পরিচয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমি। আমার সাজেশন হচ্ছে, যারা দলে থেকে দলের বিরোধীতা করে। যারা দলের সঙ্গে গদ্দারি করেছে। যারা একটা সময় দল ছেড়ে চলে গেছে। দলকে বিড়ম্বনায় ফেলেছে। তাঁদের জন্যই বিবেচনা করা উচিত। এটাই আমার বক্তব্য সবার ক্ষেত্রে।ব্যারাকপুরে অর্জুন বনাম সোমনাথের লড়াই চলছেই। ফের নাম না করে অর্জুন সিংহকে নিশানা সোমনাথ শ্য়ামের। সম্প্রতি সাংসদ বনাম বিধায়কের দ্বন্দ্ব চরম সীমায় পৌঁছলে মধ্যস্থতায় নামতে হয়েছিল শীর্ষ নেতৃত্বকে। মিটিং ডেকে, কথা বলে, বৈঠক করে ২ নেতার সমস্যা মেটানোর চেষ্টা করা হয়।কিন্তু হাজার চেষ্টার পরেও ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের কোন্দল কমার পরিবর্তে লোকসভা ভোটের আগে আরও বেড়েই চলেছে। কিছুদিন চুুপ থাকার পর ফের বেজে উঠল শ্যামের বাঁশি।
আরও পড়ুন, বেড়মজুরে তৃণমূল নেতার বাড়িতে আগুন, ফের উত্তপ্ত সন্দেশখালি
২ নেতার দ্বন্দ্বে 'তীব্র অস্বস্তি' তৃণমূলে
সোমনাথ শ্যাম বলেছেন,তৃণমূল কংগ্রেস সব জায়গায় জিতবে। সর্বক্ষেত্রে জিতবে। এটা আমার ব্যাক্তিগত রায়। তৃণমূল ৪২ শে ৪২ পাবে। দলের জন্য আমাকে খাটতেই হবে। দলের জন্য আমাকে থাকতে হবে। দল সবটাই দেখছে। ২০১৯ এর আগের দল আর ২০১৯-এর পরের দলের মধ্যে অনেক পার্থক্য। গদ্দার সব সময় গদ্দার হয়। আমি কারও নাম করে বলছি না। যাঁরা দলের সঙ্গে গদ্দারি করে তাঁরা যে কোনও দলের সঙ্গে গদ্দারি করতে পারে। তাঁদের ওপরে কোনও দিনও বিশ্বাস নেই। বিশ্বাস হওয়া উচিত নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী ছিলেন কৃষ্ণ। কিন্তু ব্যারাকপুরের রাজনীতির কুরুক্ষেত্রে একে অন্যের বিরুদ্ধে লড়ছেন দুজনে। অতীতে সোমনাথ শ্যামের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অর্জুনও। বাছা বাছা বিশেষণে আক্রমণ করেছেন জগদ্দলের বিধায়ককে। ব্যারাকপুরে শিল্পাঞ্চলে সাংসদ-বিধায়কের কাজিয়ায় লোকসভা ভোটের আগে বিড়ম্বনা বাড়ছে ঘাসফুল শিবিরে।