হাওড়া:  মঙ্গলাহাটে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে, এই প্রশ্নে চাপানউতোর চরমে উঠেছে (Mangalahat Fire)। আর সেই প্রেক্ষাপটেই  মঙ্গলাহাটে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। তাঁর দাবি, প্রোমোটিংয়ের জন্য মঙ্গলবাটের ব্যবসায়ীদের তোলার চক্রান্ত চলছে।


ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিলেন নৌশাদ


শনিবার মঙ্গলাহটের পরিস্থিতি দেখতে যান নৌশাদ। সেখানেই চাঞ্চল্যকর দাবি করেন। নৌশাদ বলেন, "প্রোমোটিং চালানোই লক্ষ্য। তাই যে ব্যবসায়ীরা রয়েছেন, তাঁদের তোলার চক্রান্ত চলছে।" রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার উঠেছে। তবে মঙ্গলহাটে অগ্নিকাণ্ডের নেপথ্য়ে ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিলেন নৌশাদ। তাঁর বক্তব্য, "আগুন যখন লাগে, তখনই আমার সন্দেহ হচ্ছিল যে, হাওড়ায় ফাঁকা জায়গা তেমন নেই। দীর্ঘদিন ধরেই তাই এটা (মঙ্গলাহাট) টার্গেট।"


নৌশাদ আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়েছেন, পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ঋণ নিয়ে, সর্বস্ব দিয়ে ব্যবসা খুলেছিলেন যে ব্যবসায়ীরা, সরকারকে তাঁদের ক্ষতি পুষিয়ে দিতে হবে বলেও দাবি জানান নৌশাদ। তদন্ত করে আসল অপরাধীকে বের করার দাবিও জানান।


আরও পড়ুন: Howrah Mangalahat: বিধ্বংসী আগুনে ভস্মীভূত মঙ্গলাহাট, 'সংসার কীভাবে চালাব?' কান্নায় ভাঙলেন ব্যবসায়ীরা


হাওয়ার ব্য়স্ততম তথা এশিয়ার বৃহত্তম মঙ্গলাহাট বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে সেখানে।  তাতে মাথায় হাত ব্যবসায়ীদের। আাগুন লাগার কারণ নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীদের একাংশ। নৌশাদের গলাতেও সেই সুরই ধরা পড়ল। 


মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা যদিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়২১ জুলাইয়ের সমাবেশের পর মঙ্গলাহাটে ছুটে যান তিনি। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, ব্যবসায়ীদের সর্বতো ভাবে সাহায্য করার আশ্বাস দেন। ইতিমধ্যে CID-র হাতে তদন্তভারও উঠেছে। 


আপাতত CID তদন্তেই আস্থা রাখছে রাজ্য সরকার


ব্যবসায়িকদের একাংশও ষড়য়ন্ত্রের অভিযোগ করেছেন। তবে  আপাতত CID তদন্তেই আস্থা রাখছে রাজ্য সরকার। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, অভিযোগ থাকতেই পারে। CID নিরপেক্ষ ভাবে তদন্ত করছে, তাতে যা উঠে আসবে, যত বড় ব্যক্তিই হোন না কেন, অপরাধ যদি করে থাকেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন অরূপ।