নয়াদিল্লি: ব্যাচেলর থেকে সুগৃহিণী, রান্নাঘরে বিপদে রক্ষা করে ডিমই। তা সে ডিম সেদ্ধ হোক কিংবা পোচ বা অমলেট। তবে সমস্যা হয় ডিম সেদ্ধে। অনেকসময় দেখা যায় হার্ড বয়েলড ডিম হলেও খোসা ছাড়াতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা। ডিমের একেবারে দফারফা। হাতের মুন্সিয়ানা না থাকলে অনেকসময় সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। 


তবে এবার আর সেই পরিস্থিতির মধ্যে পড়তে নাও হতে পারে! এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হচ্ছে কত সহজে সেদ্ধ ডিমের খোসা না ছাড়িয়েই আস্ত ডিম হাতে পাবেন আপনি। যে পদ্ধতি দেখানো হয়েছে সেই পদ্ধতিটিই নজর কেড়েছে সকলের। ইউটিউব নিজেই সেই ভিডিওটি শেয়ার করেছে তাঁদের ইনস্টাগ্রাম থেকে।                                              


কী দেখানো হয়েছে? 


এক ইউটিউব ইনফ্লুয়েনসার দেখিয়েছেন ডিমের খোসা না ছাড়িয়েই সেদ্ধ ডিম আলাদা হয়েছে খোলস থেকে। যিনি এই কাজ দেখিয়েছেন তাঁর নাম ম্যাক্স ক্লিমেঙ্কো। তিনি দেখিয়েছেন যে সেদ্ধ ডিমের নিচে একটি ছিদ্র করতে। যাতে সেখান দিয়ে অনেকটা হাওয়া পাস করতে পারে। আর আরেকটি ছিদ্র করতে হবে অন্যদিকে। সেটা অপেক্ষাকৃত ছোট হবে। এরপর ওই ছোট ছিদ্রটি দিয়ে জোরে ফুঁ দিতে হবে। ব্যস! 


আরও পড়ুন, এক ঘর মেয়েদের সঙ্গে বসে দিতে হবে পরীক্ষা! ক্লাসে ঢুকেই অজ্ঞান হয়ে গেল ছাত্র


একদম যেন ম্যাজিক। মুহূর্তে হাতে বেরিয়ে এল গোটা সেদ্ধ ডিম।                                      


 






এই ভিডিওটি ইতিমধ্যেই ৩ লক্ষ মানুষ দেখেছেন। অনেকেই বলেছেন তাঁরা এইভাবে ডিম সেদ্ধ করতে চান। ট্রিকটি কতটা কার্যকরী তা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বিষয়টি পরীক্ষাও করতে চেয়েছেন অনেকে।