উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: হাড়হিম সন্ত্রাসের আবহে ভাঙড়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) হয়েছে রক্তক্ষয়ী। ভোটের ভাঙড়ে (Bhangar) প্রাণ গেছে ৬ জনের। সওকত মোল্লা, আরাবুল ইসলামের (Arabul Ishlam) মতো হেভিওয়েটদের নেতৃত্বাধীন তৃণমূলকে (TMC), জোর টক্কর দেওয়ার চেষ্টা করেছে নৌশাদ সিদ্দিকির আইএসএফ (ISF)! 


ভাঙড়ে 'সেয়ানে-সেয়ানে' টক্কর দেখেছে বাংলা নরমে-গরমে একে অপরকে হুঁশিয়ারির সুরও শোনা গেছে সওকত-নৌশাদের গলায় শেষপর্যন্ত ভাঙড়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। আর এবার, তৃণমূলের (TMC) বিজয়োৎসবে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) আমন্ত্রণ জানালেন সওকত মোল্লা।


ভাঙড়ের (Bhangar) তৃণমূল (TMC) কংগ্রেসের পর্যবেক্ষক সওকত মোল্লার কথায়, আগামী ১৩ তারিখ রবিবার, বেলা ৩ টেয় আমাদের শোনপুর সবজি মার্কেটের যে বড় মাঠ আছে সেই মাঠে বিজয় উৎসব হবে। ওখানকার যিনি বিধায়ক আছেন, আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজনে আমি নিজেও একটা চিঠি দেব আমি ওখানকার পর্যবেক্ষক হিসাবে, তাঁকে এই বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য। উনি যদি যায়, তাহলে আমি নিজে সঙ্গে করে নিয়ে যাব আর ওর সমস্ত সিকিওরিটির দায়িত্ব নেব।


আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির কথায় ,  যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। সন্ত্রাস করে জিতেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সেখানে আমন্ত্রণ? সৌজন্য? আর যদি সৌজন্যই দেখাতে হয় তবে মুখ্যমন্ত্রীকে বলবেন বিধানসভায় সর্বদল বৈঠকে যেন আমায় ডাকে।                                                              


ভাঙড়ে নির্বাচন ঘিরে যে ৬ জন নিহত হয়েছেন, তার মধ্য়ে রয়েছেন আইএসএফ-এর ৩ জন। তৃণমূলের ২জন এবং একজন নিরীহ বাসিন্দা।  তৃণমূলের (TMC) বিজয়োৎসবে নৌশাদকে আমন্ত্রণ জানানোর পর, বিরোধীদের প্রশ্ন, এই সৌজন্যবোধ আগে দেখানো গেলে এতগুলো মৃত্যু কি এড়ানো যেত না? প্রশ্ন উঠছে।                                  


আরও পড়ুন: Calcutta High Court : এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ জানিয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ১৩ বিরোধী জয়ী প্রার্থী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial