পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বাম (CPIM)-বিজেপির (BJP) পর এবার সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) গ্রেফতার হলেন ISF নেত্রী। ধৃতের নাম আয়েশা বিবি। আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ (Police)। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির।
সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান।
এদিকে আজ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালিতে যাওয়ার পথে, ৫২ কিলোমিটার আগে ভোজেরহাটে আটকানো হল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ১৪৪ ধারার কারণ দেখিয়ে বাধা দেওয়ার পর বাসন্তী হাইওয়ের ধারে ধর্নায় বসে ৬ সদস্যের প্রতিনিধিদল। শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারায় তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি,শুরু করে প্রাক্তন IPS অফিসার, আইনজীবীরা। বেআইনিভাবে পুলিশ আটকেছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। পুলিশি বাধায় বাসন্তী হাইওয়েতে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল।
অন্যদিকে, মানুষের ক্ষোভ মেটাতে গতকালের পর আজ ফের সন্দেশখালিতে যান দুই মন্ত্রী। বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় শুক্রবার শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন সেখানেই ঢোল বাজিয়ে কীর্তনের আসনে যোগ দিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক। মানুষ ভাল আছেন, তাই আমাদের এখানে ডেকেছেন। দাবি মন্ত্রীদের। রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে এসেছি, আপনাদের জমি ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন দুই মন্ত্রী।
শুধু সন্দেশখালি নয়, এবার বাসন্তী থানা এলাকাতেও জমি দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, বাসন্তীর সরবেড়িয়া পুরাতন বাজারে ৯ বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখল করা হয়। প্রতিবাদ করায় স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার হুমকি দেয় শেখ শাহজাহান বাহিনী। ৫২ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। তাঁর শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দাররা গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পেয়েছেন বাসন্তীর এই বাসিন্দা।