সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস কলকাতা : সাফল্যের সঙ্গে চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-কে নামিয়েছেন তাঁরা। সূর্যের উদ্দেশে পাঠিয়েছেন আদিত্য L1-কে। আর এবার, পরিকল্পনা মতোই র‍্যাগিং রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এলেন ISRO-র প্রতিনিধিরা। মঙ্গলবার দুই বিজ্ঞানী আসেন যাদবপুরের ক্যাম্পাসে। 


জানা গিয়েছে, মূলত বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ব়্যাগিং রুখতে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা যায় সেটা খতিয়ে দেখেন ইসরোর বিজ্ঞানীরা। যাদবপুরে বহিরাগতদের আগমন রুখতে কী ব্যবস্থা করা যায়, র‌্যাগিং রুখতে এবার কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখে ইসরোর টিম। 


তাহলে কি স্যাটেলাইটের মাধ্যমের কি যাদবপুরের ক্যাম্পাসে নজর রাখা হবে ?  তাও খতিয়ে দেখেছেন ইসরোর বিজ্ঞানীরা। যদিও যাদবপুরের অন্দরের খবর, এখনও ভাবা হয়নি। সবটাই বাস্তব পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। 


মূলত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী ধরনের প্রযুক্তি লাগু করা যায় সেটা খতিয়ে দেখেন তারা। বহিরাগতদের আগমন রুখতে, র‌্যাগিং রুখতে এবার কার্যকরী পদক্ষেপ নেবে ইসরোর টিম।
গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার এক পড়ুয়ার। ওঠে র‍্যাগিং-এর অভিযোগ। রাজ্যজুড়ে যে ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। এরপরই শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে ISRO-র কাছে সাহায্য চান রাজ্যপাল ও আচার্য সিভি আনন্দ বোস। এমনকী ২৫ অগাস্ট, মালদা যাওয়ার সময় ট্রেন থেকেই ইসরোর চেয়ারম্যান এস সোমনাথকে ফোন করেন তিনি।

রাজভবন সূত্রে খবর, ISRO-র পাশাপাশি, হায়দরাবাদের Advanced Data Processing Research Institute-এর সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। চন্দ্রযান মিশনের সাফল্যের পর, ISRO পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিং রুখতে উন্নত প্রযুক্তি দিয়ে সাহায্য করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। 

অন্যদিকে, যাদবপুর র‍্যাগিংকাণ্ডে অবশেষে একাধিক শাস্তির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সূত্রের খবর, ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত এমন ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।


সূত্রের খবর, এর পাশাপাশি, ২৫ জন প্রাক্তনীকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র মৃত্যুর ঘটনায় ৫ জন বর্তমান পড়ুয়াকে ৪টি সিমেস্টার, ১১ জনকে দুটি সিমেস্টার এবং ১৫ জনকে ১টি সিমেস্টার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, গবেষণা শেষের পর এক ছাত্রনেতাকে আর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। যাদবপুরকাণ্ডে অভ্যন্তরীণ তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে উপাচার্যর কাছে।
এর আগে তদন্ত কমিটি একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল।