দীপক ঘোষ, কলকাতা : 'কথা কম বলে, কাজ বেশি হবে ', পঞ্চায়েত ভোটের পরে ও লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের এই পরামর্শই দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ( J P Nadda )  । দু’দিনের পঞ্চায়েত রাজ সম্মেলনে বঙ্গে এসেছিলেন তিনি। দুদিনের ঠাসা কর্মসূচিতে দলীয় কর্মীদের চাঙ্গা করার পাশাপাশি সামনের ভোটের কথা মাথায় রেখে বিশেষ পরামর্শ দিয়ে গেলেন  মোদির (PM Modi) সেনাপতি। আইনশৃঙ্খলা-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূল পরিচালিত সরকারকে বেঁধার পাশাপাশি, এরই মধ্যে দলকে কীভাবে মানুষের কাছাকাছি পৌঁছতে হবে, তার স্ট্র্যাটেজি বাতলে দিয়ে গেলেন তিনি। 


৩৫টি আসন জয়ের টার্গেট শাহর


পঞ্চায়েত ভোট(Panchayat Election)  আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। কিন্তু ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, ইতিমধ্যেই বাংলায় ৩৫টি আসন জয়ের টার্গেট ঠিক করে দিয়েছেন অমিত শাহ! এই প্রেক্ষাপটে, রবিবার কলকাতায় এসে একের পর এক সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 


মানুষের পাশে দাঁড়াতে হবে : নাড্ডা 


সকালে দক্ষিণেশ্বরে সস্ত্রীক পুজো দেওয়ার পর, নিউটাউনের হোটেলে, বাংলায় দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নাড্ডা। সূত্রের খবর, সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্দেশ দিয়েছেন, কথা কম বলে, কাজ বেশি হবে। কেন্দ্র হোক বা রাজ্য, যে সরকারের বিরুদ্ধেই এলাকাবাসীর ক্ষোভ থাকুক না কেন, মানুষের পাশে দাঁড়াতে হবে। 


এরপর জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে, বিজেপির বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন বিজেপি সভাপতি।  এদিন নাড্ডা বলেন, ' আপনারা আমাদের ফ্রন্টাল অর্গানাইজেশন। আপনাদের বিশেষ দায়িত্ব।  পার্টিকে বড় করতে মোর্চারই সবচেয়ে অবদান। মহিলা মোর্চা সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপন করুন। যুবমোর্চা ক্লাব সংস্থাগুলির সঙ্গে  যোগাযোগ রাখুন। কিষাণ মোর্চা কিষাণ মান্ডিগুলিতে যান। যোজনার কথা বলুন। সংখ্যালঘু মোর্চা সবকা সাথ সবকা বিকাশের কথা বলুন।


এদিন বৈঠকের পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'আজকের বৈঠক খুব গুরুত্বপূর্ণ, লোকসভা ভোটের আগে স্ট্রাটেজি ঠিক করতে এসেছেন, সেই অনুযায়ী কথা বলেছেন...'   

শনিবার প্রধানমন্ত্রীকে নিশানা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর রবিবার বাংলায় দাঁড়িয়ে, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।  রবিবার হাওড়ার দেউলটিতে শেষ হয় বিজেপির দু দিনের পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতিরাজ সম্মেলন।