কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে FIR করতে পারবে না যাদবপুর থানা। নির্দেশ দিয়ে এমনটাই জানালেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশকে কাজে বাধা ও অন্যান্য অভিযোগে শুভেন্দুর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চায় যাদবপুর থানা। বিক্ষোভে শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়। এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায় না, মন্তব্য বিচারপতির। যদিও জনপ্রতিনিধিদের এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে আদালত, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। পাশাপাশি, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । 


পুলিশকে কাজে বাধা-সহ একাধিক অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় যাদবপুর থানা (Jadavpur Police Station)। সেই মামলায় এ দিন, বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, বিক্ষোভের ঘটনার দিন শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করেছেন তা নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে নয়। যদিও জনপ্রতিনিধিদের এই ধরনের ভাষা প্রয়োগ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে আদালত। এর ফলে মানুষের মনে ওই পদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হতে পারে। এরপরই বিচারপতি বলেন, যদিও এর প্রেক্ষিতে ফৌজদারি ধারা প্রয়োগ করা যায় না।


ঠিক কী হয়েছিল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায়, ১৭ আগস্ট বিজেপির কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায়, শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে কলকাতা।


শুভেন্দুর ক্যাভিয়েট দাখিল: উল্লেখ্য়,পঞ্চায়েত ভোটে আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সু্ুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিন্হা। অনুমান করে সর্বোচ্চ আদালতে ক্য়াভিয়েট দাখিল করলেন বিরোধী দলনেতা। রাজ্য় নির্বাচন কমিশনার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে মামলা করলে উভয়পক্ষের বক্তব্য় শুনবে সুপ্রিম কোর্ট।                                                  


আরও পড়ুন: ED: সুজয়কৃষ্ণকে দেখতে SSKM-এ যাওয়ার পর এবার প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তলব ED-র