কলকাতা: এবার যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার ABVP-র। দিলীপ ঘোষের সুরই শোনা গেল এবার তাদের কথায়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, যাদবপুরে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে।
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা AVBP। শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় পড়ুয়া জখম হওয়ার আগে, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে হেনস্থার শিকার হন শিক্ষামন্ত্রীও। গোটা ঘটনায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি, বামপন্থী ছাত্র সংগঠনকেও নিশানা করে আসছে বিজেপি ও ABVP. সেই প্রসঙ্গে আগেই দিলীপ ঘোষের মুখে শোনা গিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকের কথা। এবার একই হুঙ্কার দিতে শোনা গেল ABVP-র রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার মুখেও। এদিন তিনি বলেন, "আগামীদিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যে যেরকমভাবে, যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এর জন্য তারা প্রস্তুত থাকুক।'' সোমবার সন্ধে আরেকপ্রস্ত উত্তেজনা ছড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ABVP। আর ভিতরে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য়রা। দুপক্ষের মধ্য়ে রীতিমতো খন্ডযুদ্ধ বেঁধে যায়। মিছিল করে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পৌঁছে যান ABVP-র সদস্যরা। গেট ঠেলে ভিতরে ঢুকেও পড়েন অনেকে। গেট বন্ধ করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পাল্টা বিক্ষোভকারীরাও গেট ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। গেটের উপর উঠে পড়েন এক বিক্ষোভকারী... SFI, AIDSO-র পতাকা ছুড়ে ফেলে সেই জায়গায় ABVP-র ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়। ছিঁড়ে ফেলা হয় বাম ছাত্র সংগঠনের পোস্টারও। গেটের বাইরে শুয়ে পড়েন এবিভিপি সমর্থকরা। এই ঘটনার পর এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দেওয়া নয়, IPAC-এর মদতে TMCP এবং SFI-এর সেটিং চলছে। ABVP-র অভিযোগ, "দীর্ঘদিন ধরেই চলছে। IPAC-এর মদতে TMCP এবং SFI-এর সেটিং চলছে। সম্পূর্ণভাবে SFI-কে তুলে ধরে একটা মৃতপ্রায়, ভেসে যাওয়া চলে যাওয়া আদর্শকে তুলে ধরার প্রচেষ্টা চলছে। রাজ্যের মানুষ জানে।''
আরও পড়ুন: East-West Metro Service: যাত্রীদের ভোগান্তির আশঙ্কা, ফের দুদিন বন্ধ এই রুটে মেট্রো পরিষেবা