উত্তরপ্রদেশ: বিয়ে করে নতুন সংসার করার স্বপ্ন থাকে বেশিরভাগ মানুষের। একসঙ্গে সময় কাটিয়ে দুজনের একটি ফুটফুটে সন্তান হবে, এই আশা কে না করে ! কোল আলো করে সন্তান এলে গোটা পরিবারেই খুশির আলো ছড়িয়ে পড়ে। কিন্তু এই পরিবারে সন্তান আসার পরেও যেন খুশির হাওয়া নেই, তার বদলে সকলের চোখে বিস্ময়, বিরক্তি এবং সন্দেহ ! কিন্তু কেন ? বিয়ের মাত্র দু'দিন পরেই গর্ভবতী হয়েছে কনে ! আর এই ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন বর এবং তার পরিবারের সকলে।

ঘটনা কী

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই আশ্চর্য ঘটনা ঘটেছে। এই অঞ্চলের এক পরিবারেই এখন চরম অশান্তি চলছে। বেশ জাঁকজমক করে, মহা ধুমধাম করে বিয়ে হয়েছিল এই দম্পতির। বিয়ের পরে দু'দিন একসঙ্গে কাটিয়েছেন দুজনে আর দ্বিতীয় দিনেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি হন কনে এবং সেখানেই এক সন্তানের জন্ম দেন। মা এবং শিশু দুজনেই সুস্থ আছেন, কিন্তু তারপরেও সদ্য হওয়া উৎসবের আবহ যেন একেবারে নিভে গিয়েছে।

২৪ ফেব্রুয়ারি জসরা গ্রামে এসে পৌঁছেছিল সেই যুবক এবং বরযাত্রীর দল। কনের পরিবার তাদের দারুণ আপ্যায়ন করেন। বেশ ধুমধাম করে আয়োজিত হয় বিয়ে। মালাবদল হয়, মধ্যরাত অবধি চলে বিয়ে। পরের দিন ২৫ ফেব্রুয়ারি বিয়ের পরে কনেকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। বরের সঙ্গে শ্বশুরবাড়িতে এসে দারুণ আনন্দ সমারোহে ঘর ভরে ওঠে। তারপর বহু আত্মীয়-স্বজন নতুন বউকে দেখতে বাড়িতে আসেন।

কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় পরের দিন বিকেলেই। ২৬ ফেব্রুয়ারি বিকেলে হঠাৎ করেই পেটে অসহ্য ব্যথা হতে শুরু করে সেই কনের। আর এত তীব্র যন্ত্রণা দেখে নিকটবর্তী হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পরীক্ষার পরে চিকিৎসকেরা বলেন যে তিনি গর্ভবতী এবং তার সঙ্গে সঙ্গে প্রসব হওয়া দরকার। আর দুই ঘণ্টার মধ্যেই সন্তানের জন্ম দেন কনে।

এই ঘটনায় চমকে গিয়েছেন যুবক। তিনি কিছুতেই মানতে চাইছেন না যে এটি তাঁরই সন্তান। যদিও কনের বাবা জানিয়েছেন যে আগের বছর মে মাসে বিয়ে ঠিক হয় দুজনের এবং তারপর থেকে বহুবার দুজনে একান্তে দেখা করেছে। যদিও বরের পরিবারের কেউ এই ঘটনা মানতে রাজি নন এবং এই কনেকে বাড়িতে জায়গা দিতে নারাজ। এই বিষয়ে আইনি পথেও হাঁটার হুমকি দিয়েছেন যুবকের বাবা। গ্রাম পঞ্চায়েতের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী সন্তান নিয়ে বাপের বাড়িতে ফিরে যেতে বাধ্য হয় কনে।

আরও পড়ুন: Inflation Calculator: ৫০ লাখ টাকা জমানো আছে ? ঠিক ৫ বছর পর কত হবে এই টাকার মূল্য ? জানলে অবাক হবেন