আবির দত্ত, কলকাতা : সারেনি দীর্ঘ কালের র‍্যাগিং রোগ! তার উপর অনেকেরই অভিযোগ, নেশার আখড়ায় বদলে গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বপ্নদীপের মৃত্যুর পর, সংবাদমাধ্যমের ক্যামেরায় ক্যাম্পাসের ভিতরে যত্রতত্র মদের বোতল পড়ে থাকার ছবি ধরা পড়েছে। এবার  যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে মিলল খালি মদের বোতল।



১০ অগাস্ট, যাদবপুরে ছাত্র মৃত্যুর পর, ক্যাম্পাসে মেলে প্রচুর খালি মদের বোতল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। দায়িত্বভার নিয়ে ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে সাফাই অভিযানে জোর দেন নতুন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। একমাস পর, সাফাই কর্মীরা পরিষ্কার করতে যান ওপেন এয়ার থিয়েটার। সেখান থেকে  প্রচুর মদের বোতল ও নেশার সামগ্রী উদ্ধার করা হয় বলে খবর। 

ছাত্রমৃত্যুর ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই নেশা করার অভিযোগ ওঠে। তখন ক্যাম্পাসে পৌঁছায় এবিপি আনন্দর ক্যামেরা। রাস্তার ধার, নর্দমা, গাছের নীচে বেদি, সব জায়গায়  ছড়িয়ে ছিটিয়ে ছিল মদের বোতল। এমনকী বাদ যায়নি খেলার মাঠও.। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এই ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনেকেই। স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর পর, ফের একবার সামনে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং-এর অভিযোগ। আর শুক্রবার, ২৫ অগাস্ট  বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দাবি করা হয়, ৯ অগাস্ট রাতে, যাদবপুরের মেন হস্টেলে র‍্যাগিং হয়েছিল। তার উপরে ক্যাম্পাসের আনাচ-কানাচ থেকে এই মদের বোতল উদ্ধার হওয়ার ছবিটা সত্যিই লজ্জাজনক বলেই মনে করছেন অনেকে। 

দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে যাদবপুর। সেই ক্য়াম্পাস কেন পরিণত হবে নেশার আখড়ায়? কী করে কর্তৃপক্ষ? ক্য়াম্পাসে দিনের পর দিন নেশার আসরের কথা তারা জানে না, এটা কি সম্ভব? ক্ষোভের সঙ্গে সেই প্রশ্ন তুলছেন অধ্য়াপকরাও। 

এরই মধ্যে ৯ অগাস্ট রাতে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যাদবপুরের মেন হস্টেলে র‍্যাগিং হয়েছিল, এই কথা উঠে এসেছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের খামতির কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।  শুক্রবারই ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সৌরভ চৌধুরীকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 


আরও পড়ুন :


'জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান' দেশের মাটি ছুঁয়ে মোদির স্লোগান