কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রাজ্য সরকারের স্কলাপরশিপের আবেদন করার জন্য নম্বর বিকৃত করতে দিতে হবে! এমনই দাবিতে পড়ুয়ারা ঘেরাও করে রাখে রাতভর। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য। দুপুরে ক্যাম্পাস ছাড়েন তিনি। যদিও আন্দোলনকারী ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একাংশ এবিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ।


উপাচার্যকে ঘেরাওয়ের অভিযোগ: সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর ২৪ ঘণ্টারও বেশি সময় ঘেরাও থাকার পর ক্যাম্পাস ছাড়েন উপাচার্য, সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং-এর বেশ কিছু পড়ুয়া পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। কিন্তু তাঁরা নম্বর বিকৃত করে সরকারি স্কলারশিপের জন্য আবেদন করেন। জানতে পেরে তা আটকে দেয় কর্তৃপক্ষ। কিন্তু পড়ুয়াদের দাবি নম্বর বাড়িয়ে রাজ্য সরকারের স্কলাপরশিপের জন্য আবেদন করতে দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, অন্যায় আবদার মেনে না নেওয়ায় শুরু হয় ঘেরাও আন্দোলন। সোমবার দুপুরের পর থেকে যাদবপুরের পড়ুয়াদের একাংশের আন্দোলনে কার্যত ক্যাম্পাসে বন্দি হয়ে পড়েন উপাচার্য, সহ উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ। পড়ুয়াদের একাংশ আন্দোলন চালিয়ে গেলেও সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনের মদ্য়েই এদিন দুপুরে ক্যাম্পাস ছাড়েন অন্তর্বর্তী উপাচার্য, সহ উপাচার্য সহ অন্যরা। বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানানো হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। যদিও আন্দোলনকারী ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একাংশ এবিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ।


আরও পড়ুন: Panagarh News:'আসছি ঠাম্মি বলে চলে গেল...' পানাগড়ে তরুণীর মৃত্যুতে শোকে পাথর ঠাকুরমা