Jadavpur University : বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে সন্তুষ্ট ! আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবার যেভাবে হয়ে থাকে, সেই অনুষ্ঠানেও এবারে কাটছাট করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের।

Continues below advertisement

আবীর দত্ত, কলকাতা : আগামীকাল যাদবপুরে আসছে না UGC-র প্রতিনিধিদল, দাবি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্তর। পাশাপাশি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, পড়ুয়া মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট পেয়ে সন্তুষ্ট ইউজিসি (UGC)। 

Continues below advertisement

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ামৃত্যুর ঘটনার তদন্ত কীভাবে এগোনো হচ্ছে, সেটা জানাতেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (University Grant Commission)। সেই প্রেক্ষিতেই যে তথ্য ও রিপোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়েছে, তাতে খুশি হয়ে বিশ্ববিদ্যালয়ে না আসার কথাই UGC-র প্রতিনিধিদল জানিয়েছে বলেই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও রেজিস্ট্রার। 

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অন্যবার যেভাবে হয়ে থাকে, সেই অনুষ্ঠানেও এবারে কাটছাট করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University)। মূল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের স্বাস্থ্যেরও খোঁজ নেন সহ উপাচার্য। যারপরই ইউজিসি-র প্রতিনিধিদলের না আসার তথ্য তিনি জানান।  প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নেওয়া হয়নি, তা জানতে রিপোর্ট তলব করেছিল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন বা UGC-ও। 

যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্য়ে একজন প্রাক্তনী। কিন্তু হস্টেলে থাকতেন। বাকি দুজন বর্তমান পড়ুয়া। আর এই প্রেক্ষাপটেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য়। পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলের রাঁধুনী তাঁর বয়ানে জানিয়েছেন, সিনিয়ররা জুনিয়রদের উপর নানাভাবে অত্য়াচার করত। সিনিয়রদের কথা না শুনলে, বারান্দার সরু রেলিং-এর উপর হাঁটানো হত জুনিয়রদের। প্রশ্ন হল, তবে কি প্রথম বর্ষের মৃত পড়ুয়ার ক্ষেত্রেও তেমনটাই করা হয়েছিল ?

এদিকে, পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের 'আলাপ-পর্বে'র গোটাটাই ভিডিও আকারে তুলে রাখা হত। যাদবপুরের নিহত প্রথম বর্ষের পড়ুয়ার ক্ষেত্রেও সম্ভবত তেমনটাই হয়েছিল। তবে যেহেতু ঘটনা ঘটার ২৪ ঘণ্টা পর প্রথম গ্রেফতারি হয়, পুলিশের অনুমান সেই ভিডিও ডিলিট করা হয়ে থাকতে পারে। আর যদি তা না হয়ে থাকে তাহলে সেই ভিডিও কোথায় ? সেই ভিডিও সামনে এলেই গোটা রহস্য়ের জাল উন্মোচন সম্ভব। 
পুলিশ সূত্রে খবর, সেই ভিডিও খোঁজার চেষ্টা চলছে। ধৃত সৌরভ চৌধুরী, দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষের মোবাইল ফোন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Continues below advertisement
Sponsored Links by Taboola