কলকাতা: যাদবপুরে তুলকালাম। ক্যাম্পাসে সংঘর্ষ। বাইরে SFI-এর অবরোধে যানজট। আন্দোলনকারীদের সঙ্গে বচসা ভুক্তভোগীদের। এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় নামল RAF, শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে রাস্তায় অরূপ-সায়নীরা। এরপর  মুখোমুখি হল তৃণমূল ও SFI-র মিছিল।


গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু


এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না ?! তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না ?এটা কী গণতন্ত্র ? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি যে, ওদের হিম্মত আছে যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কোনও বিশ্ববিদ্যালয়ে, বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন, সেখানে গিয়ে এইভাবে বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে ? মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ? ওরা পারবেন ?  গোটা রাজ্য দেখেছে, কারা আজকে নৈরাজ্য চালিয়েছে।'


রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর


 WBCUPA বনাম SFI সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, ধেয়ে এল জুতো! যাদবপুর বিশ্ববিদ্যালয়েই আক্রান্ত হন ব্রাত্য, গেলেন এসএসকেএমে।দফায় দফায় সংঘর্ষ, তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে আগুন! ক্যাম্পাসেই ওয়েবকুপার সঙ্গে SFI-এর সংঘাত, স্লোগান-পাল্টা স্লোগান। একদিকে SFI-র বিক্ষোভ, অন্য পথে ক্যাম্পাসে ঢোকেন এদিন শিক্ষামন্ত্রী । ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে চলে, বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভ। 


অতীতে এই বিশ্ববিদ্যালয়ে গিয়েই নিগৃহীত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়


প্রসঙ্গত,  ২০১৯ সালে ABVP-র অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিগৃহীত হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বামপন্থী ছাত্রদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ধাক্কাধাক্কিতে খুলেছিল চশমা। ছিঁড়ে দেওয়া হয়েছিল জামা। চুলের মুঠি ধরে টান দেওয়া হয়েছিল। পুলিশ ডাকা নিয়ে বাবুল-উপাচার্য কথা কাটাকাটি হয়েছিল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন তৎকালীন রাজ্যপাল। মুখ্যসচিবকে করেছিলেন ফোন। যদিও পরে নিজেই গিয়ে প্রবল বিক্ষোভের মুখ থেকে বাবুল সুপ্রিয়কে বের করে এনেছিলেন রাজ্যপাল।কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নিগ্রহের ঘটনায় উত্তাল হয়েছিল সেবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে তাণ্ডব চালিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তছনছ করে দেওয়া হয়েছিল ছাত্র সংসদের অফিস। আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 


আরও পড়ুন, সীমান্তে বাধা পেতেই ছোঁড়া হল পাথর, BSF-র গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী !


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)