নয়াদিল্লি : স্বাধীনতা দিবসের (Independence Day) উদযাপনের মঞ্চ থেকে দেশবাসীর জন্য একঝাঁক প্রকল্পের ঘোষণা থেকে তা আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার বার্তা দিলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বার্তা, 'দেশে ২ কোটি লাখপতি দিদি' বানানোর ভাবনা নেওয়া হয়েছে। মহিলা স্বনির্ভর গৌষ্ঠীকে আর্থিক সাহায্যের মাধ্যমে মহিলাদের আর্থিন উন্নয়নের সরকারের ভাবনারই প্রতিফলন তাঁর কথাতেই।
ইতিমধ্যেই 'লাখপতি দিদি' বানানোর কাজে হাত দিয়েছে কেন্দ্র। তা আরও বাড়ানোর ভাবনা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায্যের পাশাপাশি ড্রোন ওড়ানো-সারানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিনই তিনি ঘোষণা করেন বিশ্বকর্মা যোজনারাও। ২০২৪-এর লোকসভা ভোটের আগে লালকেল্লার অনুষ্ঠানে ওবিসি-দের জন্য বিশ্বকর্মা যোজনা ঘোষণা প্রধানমন্ত্রীর। মোদির দাবি, তাঁর আমলে শেষ পাঁচ বছরে সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠেছে। প্রধানমন্ত্রীর ঘোষণা, বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা যোজনার সূচনা হবে। এই প্রকল্পে ওবিসি শিল্পীদের উন্নতিতে বিনিয়োগ করা হবে ১৩-১৫ হাজার কোটি টাকা। কলোনি, ঝুপড়ি, ভাড়াবাড়ির বাসিন্দাদের জন্য সহজ শর্তে মিলবে ঋণ। তাঁরা যাতে নিজেদের বাসস্থান তৈরি করতে পারেন, তার জন্য এই ঋণ দেওয়া হবে। এদিকে, জন ঔষধি দোকানের পরিধি দেশে বাড়ানোর বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদি।
আগামী দিনে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ ইকোনমি তৈরি থেকে তাঁর সরকারের সময়ের আগেই নতুন সংসদ ভবন (Parliament House) তৈরি। দেশের সীমান্ত এখন আগের থেকে বেশি সুরক্ষিত থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের প্রাক্কালে নরেন্দ্র মোদির বার্তা, এই সরকার কাজের সরকার। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিনে বলেছেন, প্রত্যেক দেশবাসী স্বাধীনতার স্বপ্ন বুকে লালন করেছেন। অমৃতকালের প্রথম বছরে এমন কিছু করব, যা আগামী ১ হাজার বছর প্রভাব রাখবে। দেশে ৩০ বছর বয়সীদের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। আমাদের পথ কেউ রুখতে পারবে না। আমরাও কোনওরকম দ্বিধায় ভুগব না'।
বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।
আরও পড়ুন- দুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, লালকেল্লা থেকে নাম না করে কংগ্রেস সরকারকে তির মোদির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন