কলকাতা: র‍্যাগিংয়ের নামে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের? সূত্রের খবর, যাদবপুরে (Jadavpur University) ছাত্র মৃত্যুকাণ্ডে এমনই হাড়হিম করা বয়ান দিয়েছেন হস্টেলের রাঁধুনি। কীভাবে সিনিয়রদের হাতে র‍্যাগিংয়ের শিকার হতেন জুনিয়ররা, তার বিবরণও উঠে এসেছে রাঁধুনির বয়ানে। 


বিস্ফোরক বয়ান রাঁধুনির: গত সপ্তাহে হস্টেলের ৩ তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের পড়ুয়ার। আর রাঁধুনির বয়ানে প্রশ্ন উঠছে, তাহলে কি র‍্যাগিংয়ে বারান্দার পাঁচিল দিয়ে হাঁটানোর সময় পড়ে মৃত্যু? প্রশ্ন উঠছে, দিনের পর দিন এমন ভয়ঙ্কর র‍্যাগিং চলত, কিছুই জানত না কর্তৃপক্ষ। সব জেনেও কি চোখ বুজে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনির বিস্ফোরক বয়ান ঘিরে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর যাদবপুরের হস্টেলের রাঁধুনির বয়ান অনুযায়ী, 'সিনিয়রদের কথা না শুনলে বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত। হস্টেলের বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের।'


ছাত্র মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে আলাপ-পর্বের গোটাটাই ভিডিয়োয় তুলে রাখা হত। প্রথম বর্ষের পড়ুয়ার মানসিক নির্যাতনের সময়েও ভিডিয়ো করা হচ্ছিল বলে তদন্তকারীরা জেনেছেন। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর মোবাইল ফোন পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে। পুলিশ সূত্রে খবর, ভিডিয়ো তুলে ছাত্রের মৃত্যুর পর তা মুছে দেওয়া হয়েছিল কি না, জানতেই ফরেন্সিক পরীক্ষা করা হবে। ভিডিয়ো তোলার বিষয়টি প্রথম বর্ষের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে পুলিশ। গতকাল যাদবপুর থানায় পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ৭ জনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ৩ জনকেও লালবাজারে জেরা করা হচ্ছে।


এই ঘটনার ৪ দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং কর্তৃপক্ষের। ইউজিসি-র প্রতিনিধিরা আসার আগে তড়িঘড়ি তৎপরতা। দিনের পর দিন চলছিল র‍্যাগিং, এতদিনে ঘুম ভাঙেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? এই ঘটনায় UGC-র স্ক্যানারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। র‍্যাগিং রুখতে নির্দেশিকার পরেও কেন পদক্ষেপ নয়? কোন নিয়ম মানা হয়েছে, আর কী মানা হয়নি, তা জানতে রিপোর্ট তলব করেছে UGC। পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে UGC-র প্রতিনিধিদল। আর ছাত্র মৃত্যুর ৪ দিন পর এবার মেন হস্টেলে অ্যান্টি র‍্যাগিং হোর্ডিং পোস্টার দিল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Train Cancel: দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল প্রচুর দূরপাল্লার ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা