কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরাখণ্ডের হোটেলের বন্ধ ঘর থেকে অধ্যাপক মৈনাক পালের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।হোটেলের ঘরের দরজা ভেঙে অধ্যাপকের দেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ২ বন্ধুদের সঙ্গে আলমোড়া গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। গতকালই ফেরার কথা ছিল। ফেরার সময় হোটেলে মৃত্যু হয় তাঁর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন,' খবর পেয়েছি, দুঃখজনক ঘটনা।' উত্তরাখণ্ডে ঘুরতে গিয়ে, ফিরে না আসার বহু ঘটনাই ঘটেছে। কিন্তু সেগুলি অধিকাংশই দুর্ঘটনা। কখনও বাস পড়ে গিয়ে, কখনও ট্রেকিং করতে গিয়ে, মানুষ আর ফেরেনি। কিন্তু এক্ষেত্রে ঠিক কী কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, কিছুই বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুরকে। সদ্য যাদবপুর পড়ুয়ার মৃত্যু এখনও কেউ ভুলতে পারেনি। যে কোনও ঘটনার সঙ্গেই উঠে আসে সেই প্রসঙ্গ। নদিয়ার হাঁসখালির বাসিন্দা তথা যাদবপুরের ওই পড়ুয়ার নাম ছিল স্বপ্নদীপ। যার রহস্যমৃত্যুর পর, রাজ্যের সব হোস্টেলগুলিই নড়ে বসেছিল। তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মৃত্যুর পর, যে যে ঘটনাগুলি পরে প্রকাশ্যে এসেছিল, তা জানলে আজও শিউরে উঠতে হয়। যদিও এই ঘটনাগুলির কোনওটার সঙ্গেই ওই অধ্যাপকের মৃত্যুর মিল পাওয়া যায়নি। প্রেক্ষাপট আলাদা হলেও তবুও, আরও একবার রহস্যমৃত্যুর মুখোমুখি হল দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠান।
আরও পড়ুন, শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ ! উপনির্বাচনের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা
তবে এখনও অবধি জানা যায়নি , ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে। সবথেকে বড় প্রশ্ন, তার দেহ রক্তাক্ত কেন ছিল ? আর এই সবকিছুরই প্রকৃত কারণ ময়নাতদন্তের পর উঠে আসবে । ঠিক কী কারণের মৃত্যু হয়েছে, তা জানতে পারা যাবে। অধ্যাপকের মৃত্যুতে, এই মুহূর্তে শোকের ছায়া গোটা ক্যাম্পাসে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।