কলকাতা: ছাত্রের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি যাদবপুরে! মেন হস্টেলেই আবার র্যাগিংয়ের অভিযোগ। স্নাতকোত্তরের পড়ুয়াকে র্যাগিং করার অভিযোগ উঠেছে।অভিযুক্তের বিরুদ্ধে দলবল নিয়ে, ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে।'র্যাগিং-বিরোধী লিফলেট বিলি করায় আক্রোশ',পরিবারকে দেখে নেওয়ারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, জোর করে সোশাল মিডিয়ায় পোস্ট বদলানোর অভিযোগও উঠেছে। কমিটি গড়ে তদন্তের নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনাতেও একই অভিযুক্ত, দাবি জানিয়েছেন ছাত্র।
নির্যাতিত ওই ছাত্র জানিয়েছেন, ব্যাপারটা হয়েছে মূলত, আমি আমার এক জুনিয়রের সঙ্গে কথা বলতে যাই, মেন হোস্টেলের মধ্যে। খানিকক্ষণ কথাবাত্রার পরে, আমার ওই জুনিয়র বেরিয়েছিল কিছুক্ষণের জন্য। সে যখন ফিরে আসে, তাঁর সঙ্গেই এই পুরো দলবলটি আসে। পুরো গ্যাংটি আসে। এবং তারপরেই এটা শুরু হয়। র্যাগিং নেওয়া যাকে বলে, সেই র্যাগিং প্রক্রিয়াটা পুরো শুরু হয়। আমি আসলে ৯ অগাস্টের পর থেকেই, এই র্যাগিং বিষয়টা নিয়ে ক্যাম্পাসের মধ্যে সরব ছিলাম। এবং এখনও আছি। এটার কারণে, পূর্বের আক্রোশ, জমে থাকা রাগ, আমার উপর বের করার সুযোগ ওরা খুঁজছিল। এরপরে তাঁরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। সেই গালিগালাজের ডিগ্রি , আমার মা-বাবা অবধি পৌঁছে যায়। পরিবার অবধি পৌঁছে যায়। পূর্বে একটি ফেসবুক পোস্ট ছিল, এই র্যাগিং কালচারের বিরোধিতা করে। তো সেই পোস্টের প্রেক্ষিতে ওরা আমাকে ক্ষমা চাওয়ানোর পোস্ট লেখায়। ..'
সম্প্রতি তিক্ত ছায়া ফিরেছিল কলকাতা মেডিক্যালে। বছরের শুরুতেই কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলেই 'র্যাগিং' এর ঘটনা প্রকাশ্যে এসেছিল! সিনিয়র, ২ সহপাঠীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। ন্যাশনাল মেডিক্যাল কমিশনে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। কলকাতা মেডিক্যালের ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে তদন্ত কমিটি । অভিযোগকারী থেকে অভিযুক্ত-বয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। ভুল বোঝাবুঝিতেই এই ঘটনা, প্রাথমিক পর্যবেক্ষণের পর সেবার জানিয়েছিল তদন্ত কমিটি। হস্টেলে নজরদারি বাড়ানো-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে ফের কীকরে এত বড় ঘটনা ঘটল এবার যাদবপুরে, প্রশ্ন উঠেছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)