নয়াদিল্লি: সাত সাতটা বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে আইপিএল খেলেছেন তিনি। তবে ২০২৫ সালের মেগা নিলামের আগে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) রিটেন করেনি আরসিবি। নিলামে তাঁকে দলে নেয় গুজরাত টাইটান্স। এবার তাই নতুন মরশুমে (IPL 2025) নতুন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে সিরাজকে। তবে তারকা ফাস্ট বোলার কিন্তু তাঁর প্রাক্তন আরসিবি অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) প্রতি তিনি চিরকৃতজ্ঞ।


সিরাজ নতুন মরশুম শুরুর আগে তাঁর কেরিয়ারে বিরাট কোহলির অবদান নিয়ে বেশ আবেগঘন এক সাক্ষাৎকার দেন। তিনি ANI-কে এক সাক্ষাৎকার বলেন, 'সত্যি বলতে আমার কেরিয়ারে বিরাট কোহলির বড় অবদান রয়েছে। আমার খারাপ সময়ে ওঁ আমার পাশে। এমনকী ২০১৮, ২০১৯ সালে আমায় রিটেন পর্যন্ত করেন। ওঁর সাপোর্টের পর থেকেই আমার কেরিয়ারের গ্রাফ উর্ধ্বমুখী হয়। তাই আরসিবি ছাড়াটা আমার কাছে অত্যন্ত আবেগের ছিল। ২ এপ্রিল আরসিবির বিরুদ্ধে মাঠে নামলে কী হয় দেখা যাক। দলের বাকি পেসারদের সঙ্গে মিলেমিশে তো বেশ ভালভাবেই অনুশীলন করছি। সকলেই জানে কীভাবে পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে হয়। গুজরাত টাইটান্সে যোগ দিয়ে আমার কিন্তু বেশ ভালই লাগছে।'


এবারের আইপিএলের মঞ্চটা সিরাজের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন উঠে। এমনকী ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলের অংশও ছিলেন না তিনি। তাঁর দক্ষতা নিয়ে খানিকটা প্রশ্ন তুলেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পুরনো বল হাতে তাঁর দক্ষতা কমে আসে, সিরাজের দল থেকে বাদও পড়ার কারণ হিসাবে এমনটাই বলেছিলেন রোহিত। সেই নিয়েও মুখ খোলেন তারকা ফাস্ট বোলার।


'বিশ্বের সেরা দশ ফাস্ট বোলারদের মধ্যে আমিই গত বছর পুরনো বলে সবথেকে বেশি উইকেট নিয়েছি। আমার ইকোনমি রেটও বেশ কম। পরিসংখ্যান তো রয়েইছে। তাই আমায় আলাদা করে কিছু বলতে হবে না। আমি নতুন এবং পুরনো, দুই বলেই বেশ ভাল পারফর্ম করে এসেছি।' দাবি সিরাজের। তবে সিরাজের এই দাবি সত্ত্বেও তাঁকে ভারতীয় সীমিত ওভারের দল থেকে বাদ পড়তে হয়। ভাল আইপিএল যে ফের একবার জাতীয় দলে সিরাজের ফেরার পথ মসৃণ করবে, তা বলাই বাহুল্য। তাই আসন্ন আইপিএলে নিঃসন্দেহেই তিনি বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামবেন। সিরাজ কতটা সফল হন, এবার সেটাই দেখার বিষয়।