কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University) উপাচার্যকে হেনস্থা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যেই শিরোনামে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। হুমকি বিতর্কে এবার নাম জড়াল এসএফআই নেতার (SFI Leader)।
তৃণমূল নেতাকে হুমকি বিতর্কে অভিযুক্ত এসএফআই নেতা
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ওই অভিযুক্ত নেতার বক্তৃতা দেওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে।
সেখানে ওই নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘খাঁচায় বন্দি করে রাখব, দরকার হলে ছুটিয়ে মারব। সামাজিক কীটদের দেখতে পেলেই ঘিরে ধরে ছুটিয়ে মারব। ঘৃণার আগুনে তৃণমূল কংগ্রেসকে আমরা পুড়িয়ে মারব। যদি পুড়িয়ে মারতে না পারি, ইতিহাস ক্ষমা করবে না।'
আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডের মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকি। টিএমসিপি নেতাকে (TMCP Leader) হুমকি দিয়ে বিতর্কে এসএফআই নেতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ও যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভিডিও সামনে আসতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তবে গোটা ঘটনা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা করার ঘটনায় ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য
অন্যদিকে, 'আলিয়াকাণ্ড থেকে নজর ঘোরানোর চেষ্টা' বলে পাল্টা কটাক্ষ করেছে এসএফআই। এখনও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত এসএফআই নেতার।
আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি
হেনস্থার ভিডিও সামনে আসার তিন দিন পর উপাচার্যের কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের চিঠি গেল উপাচার্যের কাছে। ঠিক কী ঘটেছিল শুক্রবার? ঘটনার ৩দিন পরে সেই রিপোর্ট চাওয়া হল সরকারের পক্ষ থেকে। উপাচার্য জানান, তিনি চিঠি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীকেও।
সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে সামনে এসেছে আরও একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া অডিও ক্লিপে, একজনকে বলতে শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা। অডিও ক্লিপে ফিরহাদ হাকিম (Firhad Hakim), গোলাম রব্বানি ও নাদিমুল হকেরও নাম করছেন ওই ব্যক্তি। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।