Coochbehar Jobs: রাজ্যের এই জেলায় মেডিক্যাল অফিসার, নার্স ছাড়াও আরও পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা। নিচে এই চাকরির বিষয়ে বিশদে দেওয়া হল।

Recruitment of Medical Officer: কতগুলি পদে হবে নিয়োগ ? জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কোচবিহার, মেডিক্যাল অফিসার, জিএনএম নার্স, গ্রুপ-ডি, হিসাবরক্ষক, সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার এর মতো ৬ টি পদের জন্য অনলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। চুক্তির ভিত্তিতে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, কোচবিহারের অধীনে NHM ও NUHM-এর বিভিন্ন পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কোচবিহারের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

PART TIME MEDICAL OFFICER – 02এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে MBBS উত্তীর্ণ হতে হবে।

GNM – 01এই পদের জন্য GNM কোর্স সম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

GROUP-D – 01এই ক্ষেত্রে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাই এই পদে আবেদন করতে পারবেন।  ACCOUNTANT – 01এই পদের জন্যও রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাই এই আবেদন করতে পারবেন। 

SENIOR TUBERCULOSIS LABORATORY SUPERVISOR – 01শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে স্নাতক হতে হবে। পাশাপাশি চাকরিপ্রার্থীকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। 

Jobs In Coochbehar: বয়স সীমা 01/03/2022 তারিখে চাকরিপ্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছর হতে হবে। (সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাব সুপারভাইজরের ক্ষেত্রে বয়স ৪০ বছর হতে হবে)।

Recruitment of Medical Officer: কীভাবে আবেদন করবেনআগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কোচবিহারের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন- http://coochbehar.nic.in   30/03/ 2022 থেকে 08/04/2022 পর্যন্ত আবেদন করা যাবে।

Jobs In Coochbehar: কোথায় পাঠাবেন আবেদন ?12/04/2022 এর মধ্যে প্রার্থীকে অবশ্যই তাদের পূরণ করা অনলাইন আবেদনের প্রিন্টআউট শংসাপত্রের কপি ও ডিমান্ড ড্রাফ্ট সিএমওএইচ ও সচিব, জেলা-এর অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, কোচবিহার, লালবাগ, দেবীবাড়ি রোড, কোচবিহার সুপারস্ক্রিপ্টিং এই ফরম্যাটে জমা দিতে হবে আবেদন।"Application for the post of ________ for CMOH Office Cooch Behar”

Official website of District Cooch Behar, — http://coochbehar.nic.in 

আরও পড়ুন : CISF Recruitment:​​৮০,০০০ টাকার বেশি বেতন, এই চাকরিতে ১২ উত্তীর্ণরা করতে পারবেন আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI