পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে র্যাগিংয়ের অভিযোগে তোলপাড় পরিস্থিতি। তার মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চুরির অভিযোগ উঠল (Kolkata News)। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে ফিজিক্যাল এডুকেশন হস্টেলের আবাসিক ছাত্ররা অভিযোগ তোলেন যে, তাঁদের ঘর থেকে দু'টি ল্যাপটপ এবং চারটি মোবাইল ফোন খোয়া গিয়েছে। (Jadavpur University)
এই ঢিলেঢালা মনোভাব ফের একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে
বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের তরফে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। নিরাপত্তারক্ষীর দাবি, হস্টেলে কোনও সিসি ক্যামেরা নেই। পড়ুয়ার মৃত্যুতে যেখানে ব়্য়াগিংয়ের অভিযোগ উঠছে, তার পরেও নিরাপত্তা নিয়ে এই ঢিলেঢালা মনোভাব ফের একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। (JU Student Death)
পড়ুয়ার মৃত্য়ুতে ব়্য়াগিংয়ের অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সেই আবহেই চুরির ঘটনা সামনে এল। বিদ্যালয়ের মেন হস্টেলের শারীরশিক্ষা বিভাগের জিসি সেন মেমোরিয়াল ছাত্রাবাসে এই চুরি হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, হস্টেলের ঘর থেকে চুরি গিয়েছে চার জনের মোবাইল ফোন এবং দু'জনের ল্যাপটপ। (Jadavpur Theft)
ছাত্ররা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ ঘুম ভেঙে ওঠেন তাঁরা। তার পরই দেখেন ল্যাপটপ, ফোন উধাও। আশেপাশের ঘরের বেশ কয়েক জন একই অভিযোগ করেন। তাতে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাদবপুর থানাতেও যান পড়ুয়ারা। সেখানে মিসিং ডায়েরি করতে বলা হয় তাঁদের। এর পর ওই হস্টেলের আবাসিকে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় কর্তৃপক্ষের তরফে।
নিরাপত্তাহীনতায় ভুগছেন হস্টেলের পড়ুয়ারা, জানালেন খোলাখুলিই
পড়ুয়ারা জানিয়েছেন, হস্টেলের ওই আবাসিকে এতদিন কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। আজকের ঘটনা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। সকলে মিলে জানান যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হস্টেলের সুপার এবং ডিনের সঙ্গেও কথা হয় আলাদা করে। তার পরই নিরাপত্তারক্ষী এসে পৌঁছন। তবে এখনও সেখানে সিসিটিভি নেই। তবে আগে কখনও এমন চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম ঘটল বলে জানিয়েছেন পড়ুয়ারা।
গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা না থাকার কথা বলেছিলেন জয়েন্ট সিপি ক্রাইম। এই নিয়েই প্রশ্ন উঠেছে যাদবপুরের অন্দর থেকে। সিসিটিভি নেই বলে এদিন জানান নিরাপত্তারক্ষীও।