আবির দত্ত, হিন্দোল দে , সমীরণ পাল,কলকাতা: অন্ধকারে একা ভয় পেত মেয়েটা, সেই মেয়েটাই একা একা অন্ধকারে যাবে কেন ,শুরু থেকেই কিছুতেই মানতে পারেনি মা-বাবার মন। অনামিকার মা-বাবার বদ্ধমূল ধারণা, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে। সোমবার খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। আর রাতে বাড়িতে ঢোকার মুখে, চাঞ্চল্যকর অভিযোগ করেন যাদবপুরের পড়ুয়া অনামিকা মণ্ডলের মা-বাবা। বললেন, ঘটনায় জড়িত সহপাঠীরাই।  

Continues below advertisement

সহপাঠীরাই জড়িত? খুনের অভিযোগ দায়ের করে বাড়ি ফিরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে নিহত পড়ুয়ার মা-বাবা। তাঁদের দাবি, ঘটনায় জড়িত সহপাঠীরাই। বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ এবং মেয়ের সহপাঠীদের খোঁজ না নেওয়ায় মা-বাবার গলায় ক্ষোভের সুর। 

'জড়িত তো ওরাই না...' অনামিকার বাবা বললেন, 'মাকে ভিডিও পাঠাচ্ছিল। ৯টা ৮-এ মায়ের সঙ্গে কথা হল। বলল আরও ভিডিও পাঠাচ্ছি। মা বলল আর পাঠাতে হবে না। এবার বেরিয়ে আয়। বলল সাড়ে ৯টায় বেরিয়ে যাব।' এর মধ্যে কী এমন ঘটল, সেটাই বুঝে উঠতে পারছে না পরিবার। শুধু মনে করছেন, সহপাঠীরাই জড়িত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, 'কেউ যোগাযোগ করেনি। কেউ ফোন করেনি। তার কারণ জড়িত তো ওরাই না...'। 

Continues below advertisement

বৃহস্পতিবার সন্ধেয় অনুষ্ঠানে এসেও কখনও ছবি, কখনও ভিডিও তুলে মা-বাবাকে পাঠিয়েছেন।  হোয়াটস অ্যাপে মা-বাবা আর মেয়ের গ্রুপে বৃহস্পতিবার সন্ধে ৭.২২-এ অনামিকা পাঠান অনুষ্ঠানের ছবি। এরপর, রাত ৮টা ৫৬ ও রাত ৯টা ১মিনিটে অনুষ্ঠানের দু'টি ভিডিও পাঠান। তারপর ...সব শেষ। 

কী জানাচ্ছে পুলিশ ? পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে জলে ডুবে মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডলের। রবিবার দুপুরে ডিসি এসএসডি বিদিশা কলিতা ও ময়নাতদন্তকারী চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে নিয়ে যায় যাদবপুর থানার পুলিশ। সন্ধেবেলা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। জলাশয়ের পাশে একটি ফাঁকা জায়গা ছিল যেখানে গ্রিল দেওয়া নেই। প্রায় সারে পাঁচ ফুটের  মত ফাঁকা ছিলো বলে অনুমান বিশেষজ্ঞদের। জলাশয়ের কিনারার কাছে জলের গভীরতা প্রায় ২. ৫০ ফুট। একটু এগিয়ে গেলে ৪. ৫০ ফুট। এরপর থেকে গভীরতা বেড়েছে।   পুলিশ সূত্রে দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে,  বৃহস্পতিবার রাত ১০টার সময় হেঁটে ঝিলের কাছে শৌচালয়ের দিকে যান তরুণী। তার ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আরও ৩ জনকে দেখা গেছে সেদিকে যেতে। ছাত্রীর দেহ জলাশয় থেকে তোলা হয়েছে আনুমানিক রাত ১০টা২০ থেকে ১০টা২৫ এর মধ‍্যে।