কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছাত্রের মৃত্যু, র‍্যাগিংকাণ্ডে (Ragging) একাধিক গ্রেফতারি, রেজিস্ট্রার, জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি চিঠি, ইউজিসি-র 9UGC) ক্যাম্পাস পরিদর্শন। এর মধ্যে একটা দাবি ক্রমাগত জোরালো হয়েছে, বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ কেন কারও বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এতকিছু ঘটে যাওয়ার পরেও। অবশেষে একাধিক শাস্তির সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির।আজীবন বহিষ্কার থেকে হস্টেল থেকে বিতাড়ন, সিমেস্টার থেকে বরখাস্ত -  বর্তমান, প্রাক্তনীদের বিরুদ্ধে একাধিক সুপারিশ করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি (internal investigation committee)। এখন দেখার কবে বলবৎ হয়।  


যাদবপুর র‍্যাগিংকাণ্ডে (JU Student Death) অবশেষে একাধিক শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। সূত্রের খবর, ৪ জন বর্তমান পড়ুয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র‍্যাগিংয়ের ঘটনায় যুক্ত এমন ৬ জন প্রাক্তনীর বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, এর পাশাপাশি, ২৫ জন প্রাক্তনীকে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ছাত্র মৃত্যুর ঘটনায় ৫ জন বর্তমান পড়ুয়াকে ৪টি সিমেস্টার, ১১ জনকে দুটি সিমেস্টার এবং ১৫ জনকে ১টি সিমেস্টার থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, গবেষণা শেষের পর এক ছাত্রনেতাকে আর বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। যাদবপুরকাণ্ডে অভ্যন্তরীণ তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে উপাচার্যর কাছে। (Jadavpur Univeristy student death) 


আরও পড়ুন : কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, অভিনেত্রী নুসরত জাহানকে তলব করল ইডি 

সপ্তাহের শুরুতেই পড়ুয়া মৃত্যুর ২৫ দিনের মাথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসে UGC-র প্রতিনিধিদল।অরবিন্দ ভবনে একে একে ডেকে পাঠানো হয় একাধিক আধিকারিক ও অধ্যাপকদের। হস্টেল সুপারদের ডেকে তাঁদের সঙ্গেও কথা বলেন ইউজিসি প্রতিনিধিরা। 

৪ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন, অধ্যাপক শশীকলা আঞ্জারি, অধ্যাপক সঞ্জয় শ্রীবাস্তব, অধ্যাপক জয়দীপ বন্দ্যোপাধ্যায় ও বিপিন কৌশল। অরবিন্দ ভবনের দোতলায় সহ উপাচার্যের ঘরে একাধিক আধিকারিককে একে একে তলব করেন ইউজিসির প্রতিনিধিরা। । ডাকা হয় রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং মৃত ছাত্র যে বিভাগের পড়ুয়া ছিলেন তার প্রধান ও অধ্যাপকদের। এরপর UGC-র প্রতিনিধিরা জানতে চান, ইউজিসির গাইডলাইন বিশ্ববিদ্যালয়ের তরফে কতখানি মানা হয়েছে? মৃত্যুর আগে ওই পড়ুয়ার আচরণে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল কি না? 
ওরিয়েন্টেশনের দিন কী হয়েছিল? অ্যান্টি র‍্যাগিং কমিটি কী কাজ করেছে?


অন্যদিকে,  মঙ্গলবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার স্মৃতিতে নদিয়ার বগুলায় সরকারি হাসপাতালের নামকরণ করা হল। সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মৃত ছাত্রের মা-বাবা। তখনই তাঁদের জানানো হয়, পড়ুয়ার স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে।