কলকাতা: ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের 'জেলার' (Jailer)। তারপর থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছে এই ছবি। এরইমধ্য়ে বিশ্বব্য়াপী ৬৪০ কোটির বেশি আয় করে ফেলেছে এই ছবি।
মঙ্গলবার, মনোবালা বিজয়বালান টুইটারে জানিয়েছেন, । প্রথম সপ্তাহে, জেলার বিশ্বব্যাপী 'জেলার' ৪৫০.৮ কোটি আয় করেছে, দ্বিতীয় সপ্তাহে, ছবিটি তার বিশ্বব্যাপী মোট আয়ের সঙ্গে আরও ১২৪.১৮ কোটি আয় করেছে। উল্লেখ্য়, মুক্তির আগে থেকেই উত্তেজনা তৈরি করেছিল এই ছবি। স্বাধীনতা দিবসেই এই ছবি প্রেক্ষাগৃহে ২০০ কোটি টাকার গণ্ডি পার করেছিল।
আরও পড়ুন...
'যিনি পথ দেখিয়েছেন...', শিক্ষকদিবসে গুরুকে স্মরণ করে আবেগঘন পোস্ট শোভনের
উল্লেখ্য়, সান পিকচার্স প্রযোজিত 'জেলার' ছবির লেখক ও পরিচালক নেলসন দিলীপকুমার। এই ছবিতে থালাইভা ছাড়াও অভিনয় করেছেন তমান্না ভাটিয়া, বিনায়কন, রাম্য কৃষ্ণণ, মাস্টার ঋত্বিক প্রমুখ। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে মোহনলাল, শিবা রাজকুমার ও জ্যাকি শ্রফকে।
এর পাশাপাশি জানা গেছে, প্রাইম ভিডিওয় (Prime Video) ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে রজনীকান্তের 'জেলার' (Jailer)। উল্লেখ্য, ওই একইদিনে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারা (Nayantara) অভিনীত 'জওয়ান'। প্রাইম ভিডিওয় এই ছবি তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দিতে মুক্তি পাবে। এই ছবি অবসরপ্রাপ্ত জেলার টাইগার মুথুভেল পান্ডিয়ানের গল্প বলে যে নিজের ছেলের খুনিকে ধরতে এক সফর শুরু করে। এই জেলারের চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত।
আরও পড়ুন...
দ্বিতীয় ছবিতে পা, দীনেশ ভিজানের পরবর্তী ছবিতে সইফ পুত্র ইব্রাহিম
প্রসঙ্গত, এই সিনেমা ঘিরে তুঙ্গে ছিল উৎসাহ। সিনেমা মুক্তি পাওয়ার পরেই এই সিনেমা দেখার জন্য ছুটি ঘোষণা করেছিল দক্ষিণ ভারতের বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। কিছু কিছু সংস্থা বিনামূল্যে টিকিটও দিয়েছিল কর্মীদের। জাপান থেকে এক দম্পতি উড়ে এসেছিলেন ভারতে শুধুমাত্র রজনীকান্তের এই সিনেমা দেখার জন্য। থালাইভার জন্য এনেছিলেন উপহারও।
শুধু চেন্নাই বা মাদুরাই নয়, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, থাঞ্জাভুর, বিশাখাপত্তনম, মাইসুরু, ইলোর, তিরুবনন্তপুরম এবং কোচির মতো শহরের অফিসগুলিও ছুটি ঘোষণা করেছিল এই ছবি মুক্তির দিন। অনেক বড় কোম্পানি তাদের কর্মীদের বিনামূল্যে টিকিট তুলে দিয়েছিল যাতে তারা ছবিটি দেখতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial