কলকাতা : মহাত্মা গাঁধীর (Mahatma Gandhi) মৃত্যুদিনে গণতন্ত্র নিয়ে ফের রাজ্যকে তোপ রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankar)। বলেন, "বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। সংবিধানকে রক্ষা করা আমার কাজ। মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সময় বের করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়। আজ ৭৪ তম প্রয়াণ দিবসে ব্যারাকপুরের গাঁধীঘাটে (Barrackpore Gandhighat) মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানান রাজ্যপাল।


সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)  নেতাই (Netai incident)  যেতে বাধাদানের অভিযোগের বিষয়ে ফের মুখ্যসচিবকে তলব করেছেন রাজ্যপাল (Governor Dhankhar) । সোমবার সকাল ১১টায় রাজভবনে তলব করেছেন তিনি।


আরও পড়ুন ; ধনকড় - শুভেন্দু, ভানু গোয়েন্দা - জহর অ্যাসিসট্যান্ট, বললেন কুণাল


৭ জানুয়ারি নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ' রাজ্যপাল একটি সম্মানজনক পদ। সেই পদকে আমিও সম্মান জানাই। কিন্তু জগদীপ ধনকড়ের আচরণ একটি দলের প্রতিনিধির মতোই। বিরোধী দলনেতা ও রাজ্যপালের রসায়নকে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, বলে খোঁচা দেন কুণাল ঘোষ । 


শুভেন্দু অধিকারীকে  নেতাই যেতে কেন বাধা দেওয়া হল, তার ব্যাখ্যা চেয়ে, গত ৭ জানুয়ারিই রাজ্যের মুখ্যসচিবকে এক সপ্তাহের সময় বেঁধে দেন জগদীপ ধনকড়। পাল্টা রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে শাসক শিবির। সেদিন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, আইএএস অ্যাসোসিয়েশন ও রাজ্য পুলিশকে ট্যাগ করে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইটারে লেখেন,' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ের শহিদ দিবসে কেন সেখানে যেতে দেওয়া হয়নি? সেই ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছি। বিরোধী দলনেতার সঙ্গে পুলিশের এই আচরণ, আসলে আইনের শাসনের বদলে শাসকের আইনের প্রতিফলন। যা মোটেই সমর্থনযোগ্য নয়।'