কলকাতা : ফের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল (Governor Dhankhar) । সোমবার সকাল ১১টায় রাজভবনে তলব করেছেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নেতাই (Netai incident) যেতে বাধাদানের অভিযোগের বিষয়েই এই তলব। ৭ জানুয়ারি নেতাই যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ' রাজ্যপাল একটি সম্মানজনক পদ। সেই পদকে আমিও সম্মান জানাই। কিন্তু জগদীপ ধনকড়ের আচরণ একটি দলের প্রতিনিধির মতোই। বিরোধী দলনেতা ও রাজ্যপালের রসায়নকে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, বলে খোঁচা দেন কুণাল ঘোষ ।
LOP @SuvenduWB Jan 7 Netai Visit
শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে কেন বাধা দেওয়া হল, তার ব্যাখ্যা চেয়ে, গত ৭ জানুয়ারিই রাজ্যের মুখ্যসচিবকে এক সপ্তাহের সময় বেঁধে দেন জগদীপ ধনকড়। পাল্টা রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে শাসক শিবির। সেদিন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, আইএএস অ্যাসোসিয়েশন ও রাজ্য পুলিশকে ট্যাগ করে রাজ্যপাল জগদীপ ধনকড় ট্যুইটারে লেখেন,
' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাইয়ের শহিদ দিবসে কেন সেখানে যেতে দেওয়া হয়নি? সেই ব্যাপারে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছি। বিরোধী দলনেতার সঙ্গে পুলিশের এই আচরণ, আসলে আইনের শাসনের বদলে শাসকের আইনের প্রতিফলন। যা মোটেই সমর্থনযোগ্য নয়।'
প্রত্যাশিতভাবেই রাজ্যপালের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপি। ১৯ তারিখের পর আজ ফের মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল। এই প্রসঙ্গে মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, ' রাজ্যে শাসকের ভূমিকায় আছে নির্বাচিত এক সরকার। মানুষ সেই সরকারকে নির্বাচিত করেছে। বারবার সরকারকে সমালোচনা করার মানে রাজ্যের মানুষকেই অপমান করা। '