কলকাতা : প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। বেলভিউতে ২৫ দিন লড়াইয়ের পর হার মানলেন ৯৭ বছরের নারায়ণ দেবনাথ। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার আচমকা অবনতি হয়। রক্তচাপ ওঠানামা করতে থাকে। ওষুধ দেওয়া হলেও, চিকিৎসায় সাড়া মিলছিল না। গত তিনদিন ধরে ছিলেন ভেন্টিলেশনে। সকাল ১০টা ১৫ নাগাদ জীবনাবসান হয় তাঁর।

নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে তিনি লেখেন, ‘পদ্মশ্রী’ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকাহত। কিংবদন্তী কার্টুনিস্ট এবং ‘বাঁটুল দ্য গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র মতো অমর চরিত্রের তিনি স্রষ্টা। সাহিত্য, সৃজনশীলতা এবং কমিকস জগতের বিশাল ক্ষতি। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।' 






গত ১১ ডিসেম্বর, প্রয়াত শিল্পীর হাওড়ার বাড়িতে দেখা করতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি বলেন, প্রবাদপ্রতিম কার্টুনিস্টের চিকিৎসার সব খরচের দায়িত্ব নেবে রাজভবন। হাওড়ার শিবপুরে দীর্ঘদিনের বাস শিল্পীর। সেদিন কার্টুনিস্টের বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল । বেশ কিছুক্ষণ শিল্পী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। ছিলেন শিল্পীর চিকিৎসকও। সেখানেই শিল্পীর পরিবারকে এই প্রতিশ্রুতি দেন রাজ্যপাল। তার এক মাস ঘুরতে না ঘুরতেই অনন্তলোকে যাত্রা করলেন কিংবদন্তি।


শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ' তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। '
স্রষ্টার মৃত্যুতে গভীর শোকাহত শিল্পী ও সাহিত্যিক মহল। শোকজ্ঞাপন করেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, স্মরণজিৎ চক্রবর্তী। শোকবিহ্বল শিল্পী শুভাপ্রসন্ন, সমীর আইচ। শিল্পীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।