নয়াদিল্লি: ভারতের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে বিরাট কোহলির সরে দাঁড়ানো নিয়ে এবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দায়ী করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। একটি ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘বোর্ডের সঙ্গে কলহের জন্যই অধিনায়কের পদ থেকে সরে গিয়েছেন বিরাট কোহলি। এটাই আসল কারণ। বিরাট যাই বলুন না কেন এটা তাঁর সিদ্ধান্ত বা সৌরভ গঙ্গোপাধ্যায় যাই ট্যুইট করুন না কেন, এটা দুই ব্যক্তিত্বের লড়াই।’


টি-২০ বিশ্বকাপের আগেই এই ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যাবেন বলে জানিয়েছিলেন বিরাট। সেই অনুযায়ী তিনি টি-২০ বিশ্বকাপের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন। এরপরেই তাঁকে ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ভারতীয় দল ১-২ ফলে হেরে যাওয়ার পর এবার টেস্টেও নেতৃত্ব ছেড়ে দিলেন বিরাট। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটবিশ্বে জল্পনা চলছে। এবার তা উস্কে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।


বিরাটের নেতৃত্বে ভারতীয় দল কোনও আইসিসি ট্রফি জিততে না পারলেও, ২০১৯-এর ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছিল। গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছিল ভারত। এই দুই ক্ষেত্রেই নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ভারতের।


টেস্টে ভারতের সফলতম অধিনায়ক বিরাট। তাঁর নেতৃত্বে টানা পাঁচ বছর টেস্টে এক নম্বর ছিল ভারত। বিদেশের মাটিতে একাধিক সিরিজ জিতেছে ভারত। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দু’বার সিরিজ জয় সবচেয়ে উল্লেখযোগ্য।


কিন্তু এহেন সফল অধিনায়ককেও সরে যেতে হল। ওয়ান ডে-র অধিনায়কত্ব থেকে তাঁকে বিসিসিআই সরিয়ে দেওয়ার পরেই ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পরেই বিরাটের সরে যাওয়া সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তাঁকে কেন অধিনায়কত্ব ছাড়তে হল, তা নিয়ে নানা মহল থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে।