কলকাতা: বাজেট অধিবেশন ডাকতে মন্ত্রিসভার সুপারিশে টাইপগত যে ভুল হয়েছে, তা নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। আজ সেইকারণে অ্যাডভোকেট জেনারেলকে রাজভবনে আসতে বলেছেন জগদীপ ধনকড়। রাজ্যপাল নিজেই ট্যুইটারে এ কথা জানিয়েছেন। গতকাল এই নিয়ে বিভ্রান্তি হয়। রাজ্যপাল ট্যুইট করে জানান, মন্ত্রিসভার সুপারিশমতো তিনি ৭ মার্চ রাত ২টোয় বাজেট অধিবেশন ডেকেছেন। পরে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করে জানান, টাইপগত ভুলেই এমনটা হয়েছে।
রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী রাত ২টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, মন্ত্রিসভার সুপারিশ টাইপ করতে ভুল হয়েছিল। ৭ মার্চ বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। রাজ্য মন্ত্রিসভার পাঠানো সুপারিশের প্রেক্ষিতে, বৃহস্পতিবার সকালে অধিবেশনের সময়সূচিও ঘোষণা করে দেন রাজ্যপাল। আর এ নিয়েই যত গন্ডগোল। কারণ, ট্যুইট করে জগদীপ ধনকড় জানান, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ মার্চ রাত ২টোয় বিধানসভার অধিবেশন ডাকা হল। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে নজিরবিহীন। কিন্তু এটাই মন্ত্রিসভার সুপারিশে সিদ্ধান্ত। পরে আরও একটি টুইট করেন রাজ্যপাল। তাতে তিনি লেখেন, মধ্যরাতের অধিবেশনের সময় নির্ধারণের অস্বাভাবিকতা লক্ষ্য করেই পরামর্শ করার জন্য মুখ্যসচিবকে ডাকা হয়েছিল। কিন্তু, মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করতে না পারায় মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করেছি। গতকাল এবিষয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “টাইপে ভুল হয়েছে, রাজ্যপাল এড়িয়ে যেতে পারতেন, কিন্তু রাজ্যপাল বললেন, রাত ২টোতেই অধিবেশন হবে।’’
এই বিষয়ে তোলপাড় শুরু হতেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি ফোন করে রাজ্যপালকে বলেন, টাইপে ভুলের কারণেই বিভ্রান্তি হয়েছে। সরকারের তরফে রাজভবনে যে চিঠি দেওয়া হয় তাতে, ভুলবশতঃ 2PM-এর বদলে 2AM লেখা হয়। এই ভুল সংশোধন করে ফের রাজভবনে সুপারিশ পাঠানো হবে। এজন্য সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তবে এরইমধ্যে গোটা বিষয়টি নিয়ে সরকারের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
আরও পড়ুন: Municipal Election 2022: আপেলের ঝুড়ি হাতে রাস্তায় প্রার্থী, অভিনব প্রচার বাদুড়িয়ায়