Jobs In Gail India: গেইল ইন্ডিয়ায় এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ৪৮টি পদে হবে নিয়োগে। উপযুক্ত যোগ্যতা থাকলে নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবদেন করতে পারবেন আবেদনকারীরা।

GAIL (India) Limited Jobs: এক্সিকিউটিভ ট্রেনি পদে আবেদনের ক্ষেত্রে GATE-2022 score ব্যবহার করতে পারেন চাকরিপ্রার্থীরা। সেই ক্ষেত্রে যুব প্রজন্মের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের খুঁজছে কোম্পানি। আবেদনকারীদের গেইলের অফিশিয়াল ওয়েবসাইটে আগামী ১৬ মার্চের মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে।

EXECUTIVE TRAINEE– Instrumentation: 18– Mechanical: 15– Electrical: 15

Jobs In Gail India: শিক্ষাগত যোগ্যতাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (বি.ই./বি.টেক./বি.এসসি. ইঞ্জিনিয়ারিং) উত্তীর্ণ হতে হবে।

GAIL (India) Limited Jobs:বয়স সীমা এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স সীমা 26 বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের জন্য 05 বছর ও OBC-দের জন্য 03 বছর বয়সসীমা শিথিলযোগ্য।

Jobs In Gail India: প্রার্থীদের নির্বাচন GATE 2022 নম্বরের ভিত্তিতে হবে চাকরিপ্রার্থী নির্বাচন।পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য GAIL (ইন্ডিয়া) লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — https://gailonline.com 

Jobs In Gail India: কীভাবে আবেদন করবেন ?আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল GAIL (ইন্ডিয়া) লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন — https://gailonline.com (নিচে দেওয়া আবেদনপত্রের লিঙ্কটি দেখুন) তারিখ 15/02/2022 থেকে 16/03/ তারিখের মধ্যে। 

GAIL-এ এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের প্রথমে GATE-2022-এর জন্য রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর সহ GATE-2022 অ্যাডমিট কার্ড প্রাপ্তি/ডাউনলোড করার পরে, প্রার্থীরা GAIL ওয়েবসাইট https://gailonline.com -এর "ক্যারিয়ার" বিভাগে তাদের GATE- 2022 রেজিস্ট্রেশন নম্বর নির্দেশ করে GAIL-এ আলাদাভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।

Official website of GAIL (India) Limited — https://gailonline.com 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI