রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ থেকে নতুন রাজ্য সভাপতি ঘোষণার দিনই জলপাইগুড়িতে বিজেপিতে ভাঙন! সোমবার নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৭ বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর জেরে ওই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারাল গেরুয়া শিবির। 


 তৃণমূলে যোগদানকারী বিজেপি সদস্য বিকাশ ছেত্রী বলেন, 'এই এলাকা থেকে বিজেপির সাংসদ-বিধায়ক হয়েছে। কিন্তু কোনও উন্নয়ন হচ্ছে না। বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। মমতার যে উন্নয়ন দেখছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্য প্রকল্প সেই কারণে দলত্যাগ। কেউ চাপ দেয়নি।'


২০১৮-র ভোটে চম্পাগুড়ি পঞ্চায়েতের ২৫ আসনের মধ্যে ১৬টি দখলে আসায় বোর্ড গঠন করে বিজেপি। ৯টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ৭ বিজেপি সদস্য দলবদল করায় সংখ্যার নিরিখে ওই পঞ্চায়েতেই এখন উলট-পুরাণ। অর্থাৎ এখন তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১৬। 


আর বিজেপির দখলে আছে ৯টি আসন। বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায়, অনাস্থা প্রস্তাব আনা হবে বলে জানিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া দাস বলেন, '৭ জন যোগদান করেছে। এই পঞ্চায়েত আমরা দখল করলাম।' জলপাইগুড়ির বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, 'অনেকেই ধান্দাবাজির জন্য দলে আসতে চায়। ওই পঞ্চায়েতের সঙ্গে দলের কোনও যোগ ছিল না। তার পরও নাগরাকাটা বিধানসভা জিতেছি। ওই এলাকা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে। কাটমানি খেতে তৃণমূলে যোগদান।' লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও, উত্তরবঙ্গে নিজেদের শক্তি দেখিয়েছে বিজেপি। কিন্তু সেখানেই পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে তাদের। এই ভাঙন ঠেকাতে বিজেপি কী করে, সেটাই এখন দেখার।


এদিকে আচমকা বিজেপির রাজ্য সভাপতির পদে বদল হয়েছে সোমবার। সরানো হয়েছে দিলীপ ঘোষকে। নতুন রাজ্য সভাপতি করা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। গতকাল নতুন দায়িত্ব পেয়ে আজ সকালেই কলকাতা এসে পৌঁছান বালুরঘাটের বিজেপি সাংসদ। দলীয় সমর্থক-কর্মীরা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান। ছিলেন বিজেপি নেতৃত্বও। সংগঠনকে মজবুত করার কথা জানান তিনি। বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গে নতুন রাজ্য সভাপতি জানান, বাবুল সুপ্রিয় দলে থাকলে ভালো হত।