রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সাপের সঙ্গে সেলফি! এও আবার হয়ে না কি। কিন্তু এবার এমনই কাণ্ড ঘটাতে গিয়ে বিপদ ডেকে আনলেন এক চা বাগান শ্রমিক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের (Dooars) বানারহাট (Banarhar) ব্লকের লক্ষ্মীপাড়া (Laxmipara) চা বাগানে। 


ঠিক কী হয়েছিল?


গতকাল রাতে চা বাগানের শ্রমিক বস্তিতে ঢুকে পড়েছিল একটি অজগর সাপ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে একটি অজগর সাপ চা বাগানের বড়া লাইনের প্রাথমিক স্কুলের সামনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপর কোনওরকম প্রশিক্ষণ ছাড়াই সেই সাপটিকে উদ্ধার করতে যান চা বাগানের বীরসা ওঁরাও নামে এক শ্রমিক। জানা যায়, অনেকেই সেই সাপটির সঙ্গে সেলফিও তোলার চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় অঘটন।


এরপরই না কি অজগরটি কামড় বসিয়ে দেয় বীরসা ওরাওঁকে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, এরপর লক্ষ্মীপাড়া চা বাগানের সাতরাম ওরাওঁ নামে এক শ্রমিক অজগরটিকে বস্তাবন্দী করেন, খবর পেয়ে বন্যপ্রাণ শাখার বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এলে সাপটিকে বনকর্মীদের হাতে তুলে দেন চা শ্রমিকরা। জানা গিয়েছে, অজগরটির লম্বায় ছিল ১৩ ফুট।


এদিকে সাপ ধরে সাপকে উত্ত্যক্ত করার চেষ্টা এবং সেলফি তোলার ধুম নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা, সর্পরোগ বিশেষজ্ঞ মিন্টু চৌধুরী বলেন, ''মানুষকে বন্যপ্রাণী সম্পর্কে সচেতন হতে হবে, না হলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমরা অনেক সময় দেখি সাপ, হাতিকেও মানুষ উত্তক্ত করার চেষ্টা করে। এটা ঠিক নয়, এ ব্যাপারে বন দফতর ও জঙ্গল লাগোয়া এলাকায় আরও বেশি করে সচেতনতামূলক কর্মসূচি নিতে হবে।''


এদিকে, আজই বিশ্ব সর্প দিবস। আর এই দিনেই বানারহাটে সাপের সঙ্গে সেলফি তোলা, সাপকে উত্যক্ত করার ছবি উঠে এল। যা নিয়ে বেশ অসন্তুষ্ট পরিবেশ  প্রেমীরা। 


আরও পড়ুন: আজ কেমন থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের আবহাওয়া?