রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : জলপাইগুড়ির (Jalpaiguri) ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ভালুক আতঙ্ক (Bear Fear)। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বাগানের চৌকিদার ভালুক দেখতে পান। সকালে ড্রোন (Drone) উড়িয়ে ভালুক খোঁজার কাজ শুরু করেন বন কর্মীরা। আতঙ্কে মঙ্গলবার চা বাগান বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার জলপাইগুড়ির মালবাজারের হুলস্থূল পড়েছিল। সকালে দরজা খুলেই গৃহস্থের চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল। বারান্দায় চুপটি করে বসেছিল এক ভালুক শাবক। তার রেশ কাটতে না কাটতেই এবার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ছড়াল ভালুক-আতঙ্ক। ভালুক খুঁজতে আকাশে উড়ল ড্রোন। বন দফতর সূত্রে খবর, সোমবার সন্ধ্যে ৭টা নাগাদ, ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ২০ নম্বর সেকশনের চৌকিদার ও শ্রমিকরা ভালুকের মতো একটি জন্তু দেখতে পান। রাতেই ঘটনাস্থলে এসে খোঁজাখুজি শুরু করেন বন দফতরের কর্মীরা। যদিও, ভালুকের দেখা মেলেনি।
জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ম্যানেজার জীবন পাণ্ডে বলেছেন, 'শ্রমিকরা দেখেছিল ভালুকের মতো জানোয়ার। বন দফতরকে জানাই। ড্রোন নিয়ে এসে চেষ্টা চলছে। শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে।' মঙ্গলবার সকাল হতেই ড্রোন উড়িয়ে ভালুকের খোঁজ শুরু হয়। জলপাইগুড়ির লাটাগুড়ির বিট অফিসার স্বাধীন চক্রবর্তী বলেছেন, 'গতকাল রাতে খবর পাই। রাতেই আসি, কিছু খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে আবার ড্রোনের সাহায্যে খোঁজার চেষ্টা। বাগানের ২০ নম্বর সেকশনে দেখা গেছে। আবার দেখা গেলে আবার আসব।' বন দফতর সূত্রে খবর, এখনও কিছু না পাওয়া যায়নি। তবে নজরদারি চলবে। দেখুন- জলপাইগুড়ির চা বাগানে ভালুক আতঙ্ক, ড্রোন উড়িয়ে শুরু তল্লাশি
এর আগেই জলপাইগুড়ি শহরে ভালুক আতঙ্ক ছড়িয়েছে। প্রাতর্ভ্রমণে জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাতে মাইকে প্রচার করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয়েছে খাঁচা। প্রস্তুত রয়েছে ঐরাবত ভ্যান।
আরও পড়ুন- অনুষ্ঠান বাড়িতে হানা, ঢুকে পড়ল বাড়িতেও, এবার মালবাজারে ভালুক-আতঙ্ক