নয়া দিল্লি: পৃথিবীর শীতলতম দেশগুলির মধ্যে একটি হল সাইবেরিয়া। মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে সাইবেরিয়ার যে তাপমাত্রার চিত্র তুলে ধরা হয়েছে তা যথেষ্ট চিন্তার। সাইবেরিয়াতে ৩৮ ডিগ্রি পর্যন্ত উঠল তাপমাত্রার পারদ। যা রেকর্ড বৃদ্ধি হিসেবে স্বীকৃতি পেল রাষ্ট্রসংঘের তরফে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)সেক্রেটারি-জেনারেল পেটেরি তালাস এক বিবৃতিতে বলেছেন যে এই রিপোর্টের তথ্য থেকে জানা যায় যে আগামী দিনে জলবায়ু পরিবর্তন বড়সড় বিপদের সংকেত বহন করছে। 


WMO হল আবহাওয়া, জলবায়ু এবং জলের উপর কাজ করা একটি গুরুত্বপূর্ণ বডি। ২০ জুন ২০২০-তে রাশিয়ান শহর ভার্খোয়ানস্কে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই তাপমাত্রা সাইবেরিয়াতে একটি তাপপ্রবাহের সময় পর্যবেক্ষণ করা হয়েছিল। দেখা গেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়  তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রের বরফের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাইবেরিয়াতে তাপপ্রবাহ ২০২০ সালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যা বিশ্বব্যাপী রেকর্ডে তিনটি উষ্ণতম বছরের মধ্যে একটি হিসাবে মনোনীত হয়েছে।


আরও পড়ুন, যাত্রীদের লাগেজ রাখতে এসে ঘুমে কাদা, কার্গোয় বন্দি কর্মীকে নিয়েই উড়ে গেল বিমান


অধ্যাপক তালাসের উদ্ধৃতি দিয়ে, WMO বিবৃতিতে বলা হয়েছে যে সংস্থার তদন্তকারীরা বর্তমানে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে এই বছর এবং আগের বছর রেকর্ড করা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ। এই গ্রীষ্মে ইতালীয় দ্বীপ সিসিলিতে তাপমাত্রা ছিল প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। আর্কটিক বিশ্বের দ্রুততম উষ্ণায়ন অঞ্চলগুলির মধ্যে একটি। 


আরও পড়ুন, বয়ফ্রেন্ডকে বিয়ে করতে গণধর্ষণের মিথ্যে নাটক সাজালেন উনিশের কিশোরী


চরম তাপমাত্রা এবং চলমান জলবায়ু পরিবর্তনের কারণে গোটা এলাকার জলবায়ু ও প্রাণীকূলেও বিশাল পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটিওরোলজির ডাঃ ব্লেয়ার ট্রেইন বলেছেন যে আমাদের জলবায়ুর "সবচেয়ে  চরম"ভাবে পরিবর্তিত হচ্ছে তার প্রমাণের একটি নির্ভরযোগ্য ভিত্তি থাকার জন্য এই ধরণের রেকর্ডগুলি যাচাই করা গুরুত্বপূর্ণ।