রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : অবশেষে  বানারহাট (Jalpaiguri -Banarhat)এলাকায় ভালুকের (Bear) খোঁজ মিলল।একের পর ভালুক উদ্ধার এবং ভালুক-আতঙ্কের পর এবার আতঙ্ক ছড়ায় দূরামারী এলাকায়। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা আলশিয়ার মোড় এলাকায় রবিবার ঘটনাটি ঘটে। জানা যায় এদিন স্থানীয়রাই কালো একটি ছোট জন্তুকে জঙ্গলের দিকে ঢুকে পড়তে দেখে।তৎক্ষনাৎ স্থানীয়রাই বাঁশ ঝোপের ভেতরে থাকা ওই জন্তকে ঘিরে ফেলে। স্থানীয়দের দাবি, ওই জন্তুটি ভালুকের বাচ্চা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করে।কিছু যুবক ওই এলাকাটিকে ঘিরে ফেলেন। যাতে  জন্তুটিকে কেউ উত্যক্ত করতে না পারে, সেজন্যই এই উদ্যোগ।এদিকে ঘটনার খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জানিয়ে দেন জন্তুটি ভালুক।  প্রাথমিক চিকিৎসার পর লাভার জঙ্গলে ভালুকটিকে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর।


কয়েকদিন আগে ভালুকের ভয়ে বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ। রোজই তল্লাশি চালাচ্ছিলেন বনকর্মীরা। রাতে ডাক শোনা গেলেও  খোঁজ পাওয়া যায়নি ভালুকের।  ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।  কয়েকদিন আগে সন্ধেয় দেখা গিয়েছিল ভালুকের মতো একটা কিছু।ভালুক খুঁজতে পরের দিন ওড়ানো হয়েছিল ড্রোন। কিন্তু ভালুকের খোঁজ মেলেনি।চা বাগানের শ্রমিকদের একাংশ দাবি করেন,  রাতেও শোনা গিয়েছে তার ডাক!সব মিলিয়ে এলাকায় জাঁকিয়ে বসে আতঙ্ক। বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা-বাগানের ২০ নম্বর সেকশনের কাজ।


এর আগে জলপাইগুড়ির মালবাজারে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়েছিল ভালুক শাবক। আশেপাশেই মা ভালুক লুকিয়ে আছে, এই ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এবার ভালুকের আতঙ্ক ছড়ায় ডেঙ্গুয়াঝাড় চা-বাগান এলাকায়। 


বন দফতর  সূত্রে জানানো হয়, এলাকায় নজরদারি চালানো হচ্ছে। বনকর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। 


এরও আগে ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানার ঘটনা ঘটে। ভগতপুর চা-বাগানে ভালুকের দেখা মিলতেই আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত ভালুকটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বেহুঁশ করে জালবন্দি করা হয়। বন দফতর সূত্রে সেটিকে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ছা়ড়ার কথা জানানো হয়।