নয়াদিল্লি : না স্বস্তি নেই ! দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন। কিন্তু বেড়েই চলেছে ওমিক্রন সংক্রমণ।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৮১।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।
- রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৬৪।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৭ হাজার ৫৫৪ জনের।
- আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৪৬ হাজার ৮৩৮।
আরও পড়ুন :
বিধ্বস্ত ফিলিপিন্স, শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ছে মৃত্যু
ভারতের করোনা আপডেট :
চিন্তা বাড়িয়ে , এই নিয়ে টানা দু'দিন। দিল্লিতে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হলেন করোনাভাইরাসে। পরিসংখ্যান অনুযায়ী, রবিবার একদিনে ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৭ জুনের পর যা সর্বোচ্চ। একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছে, কোভিড-১৯ এ পজিটিভিটির হার ০.১৭ শতাংশ হয়েছে। ২৭ জুনের পর এত রোগী একসঙ্গে আক্রান্ত হল কোভিডে।
- এই উদ্বেগ বাড়াল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) এর কর্ণধার ডঃ রণদীপ গুলেরিয়ার সাবধানবাণী। রবিবার গুলেরিয়া বলেন, যুক্তরাজ্যে ক্রমবর্ধমান COVID-19। এই পরিস্থিতিতে, ভারতকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। তিনি যোগ করেন, "আমাদের প্রস্তুত থাকা উচিত এবং আশা করি পরিস্থিতি UK র মতো খারাপ হবে না। আমাদের ওমিক্রন নিয়ে আরও তথ্যের প্রয়োজন।
- ব্রিটেনে লাফিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। একদিনে আক্রান্ত ১২ হাজার ১৩৩ জন। এই নিয়ে ব্রিটেনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭ হাজার ১০১। এই উদ্বেগের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণও। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে সংক্রমিত ৮২ হাজার ৮৮৬ জন।
আরও পড়ুন :
যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে, ওমিক্রন নিয়ে সতর্ক করল এইমস