রাজা চট্টোপাধ্যায়, গরুমারা: চালসার পানঝোরার জঙ্গলে আহত গণ্ডারকে ঘিরে চাঞ্চল্য। সঙ্গিনী দখল নিয়ে নিজেদের মধ্যে লড়াই এবার গুরুতর আহত হল পর্যটকদের কাছে প্রিয় গরুমারা জাতীয় উদ্যানের সবথেকে বড় চেহারার গণ্ডার "চ্যাম্পিয়ন"। 


বন দফতর সূত্রে খবর, শরীরের বেশ কয়েকটি জায়গায় গভীর ক্ষত রয়েছে গণ্ডারটির। আহত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে গরুমারা জাতীয় উদ্যানের চাপড়ামারি জঙ্গল লাগোয়া চালশা রেঞ্জের পানঝোরা জঙ্গলে। 


গরূমারা - চাপড়ামারি জঙ্গলের অতি পরিচিত এবং জঙ্গলের আকর্ষণ এই চ্যাম্পিয়ন নামে একশৃঙ্গ গণ্ডারটি। দীর্ঘদিন থেকে চাপড়ামারির জঙ্গলেই থাকে সে। তবে মাঝে মধ্যেই  তাকে গরুমারা জঙ্গলের কাছে দেখা যায়। আবার কখনও মূর্তি নদীর ধার দিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এই চ্যাম্পিয়ন নামে গণ্ডারটিকে।


বন দফতর সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে চ্যাম্পিয়ন-কে পানঝোরা জঙ্গলের কাছে আহত অবস্থায় দেখতে পাওয়া পান টহলরত বনকর্মীরা। প্রাথমিক ভাবে জানা যায়, চ্যাম্পিয়ন-এর শরীরের দুই জায়গায় আঘাত রয়েছে। 


মনে করা হচ্ছে, সঙ্গিনী দখলের লড়াইয়ে অন্য কোনও পুরুষ গণ্ডারের সঙ্গে লড়াইয়ের ফলে আহত হয়েছে চ্যাম্পিয়ন। বন দফতরের তরফ থেকে চ্যাম্পিয়ন-এর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।


ইতিমধ্যেই পশুচিকিৎসক দিয়ে প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন-এর চিকিৎসা করা হয়েছে বলে বন দফতরের আধিকারিকদের দাবি।


উত্তরবঙ্গের অভয়ারণ্যে প্রায় চোরাশিকারের নিশানায় চলে আসে গণ্ডার। গত ৪ এপ্রিল জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত চিলাপাতা রেঞ্জের জঙ্গলে জঙ্গলে উদ্ধার হয়েছিল পূর্নবয়ষ্ক খর্গবিহীন গণ্ডারের দেহ। হত্যাকাণ্ডের তদন্তে নেমে গত ৫ এপ্রিল গ্রেফতার হয়েছিল স্থানীয় তিনজনকে। 


তাদের জিজ্ঞাসাবাদ করে গত মে মাসে জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শিকারকাণ্ডে অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ২-টি রাইফেল, ২-টি সাইলেন্সার এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ।


আরও পড়ুন: জলদাপাড়া শিকারকাণ্ডে গ্রেফতার আরও ১, উদ্ধার রাইফেল, কার্তুজসহ প্রচুর আগ্নেয়াস্ত্র