রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) জেলা স্বাস্থ্য দফতরে (District Health Department) হঠাৎই অগ্নিকাণ্ড। আর সেই অগ্নিকাণ্ডের ঘটনায় লেগে গেল রাজনীতির রং। করোনাকালে কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকার দুর্নীতি ধামাচাপা দিতেই ষড়যন্ত্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নথি। বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়ি জেলা বিজেপি (BJP) নেতৃত্বের। পাল্টা বিজেপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।


জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরে অগ্নিকাণ্ড


বুধবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে বেশ কিছু দফতরের নথিপত্র পুড়ে যায়। এই ঘটনার পরই জেলা বিজেপি নেতৃত্ব বিস্ফোরক অভিযোগ করে। জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর অভিযোগ, ‘করোনার চিকিৎসার জন্য কোটি কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই টাকা লুঠ করেছে হাসপাতালে থাকা তৃণমূলের দালাল বাহিনী ও প্রশাসনের কিছু ব্যক্তি। তাই আর্থিক বছরের শেষ দিনের আগের দিন করোনা সংক্রান্ত যাবতীয় নথি এক স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরে ইচ্ছাকৃত অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হল। এখন দেখছে রাজ্যে সিবিআই এসেছে। যদি তারা ধরা পড়ে যায়, তাই এখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।’


যদিও গেরুয়া শিবিরের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল।


বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দাবি সরকারি আধিকারিকের


এ বিষয়ে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য আধিকারিক সুশান্ত কুমার রায় জানিয়েছেন, ‘আগুন লেগেছিল শৌচাগারে। সেখানে তো কোনও নথি থাকে না। নথি আছে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঘরে। কম্পিউটারে পরীক্ষা করলেই স্পষ্ট হয়ে যাবে। যে অভিযোগ করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।’


আরও পড়ুন বানারহাটে অস্ত্র-সহ গ্রেফতার বিজেপি নেতা, 'ফাঁসানো হয়েছে', দাবি অভিযুক্তের


অন্যদিকে, রামপুরহাটকাণ্ড নিয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট অমিত শাহের হাতে তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি বিধানসভায় হাতহাতির ঘটনা নিয়ে অমিত শাহর কাছে নালিশ করেছেন মনোজ টিগ্গা। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।