Toyota Innova electric: এবার বিশ্ব বাজারে তাদের নতুন ইলেকট্রিক কনসেপ্ট কার (Electric Car) প্রকাশ্যে আনল টয়োটা(Toyota)। সম্প্রতি ইন্দোনেশিয়ান ইন্টারন্যাশনাল মোটর শো-এ সবার সামনে আনা হয়েছে টয়োটা ইনোভো ক্রিস্টা ইলেকট্রিক(Toyota Innova Crysta electric)। মনে করা হচ্ছে, আগামী দিনে ভারতেও আসতে পারে ক্রিস্টার এই ইলেকট্রিক ভার্সন।


Toyota Innova electric: কেন পরিবর্তন চাইছে টয়োটা ?
এই গাড়ি বর্তমান প্রজন্মের ইনোভার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আপাতত একটি কনসেপ্ট মডেল হিসাবেই এই গাড়ি সবার সামনে এনেছে ইনোভা। অটো সাইটগুলির মতে, বহু বছর ধরেই নতুন প্রজন্মের ইনোভা আনেনি টয়োটা। তাই ইনোভা ইলেকট্রিকের (Toyota Innova electric) হাত ধরে নতুন গাড়ি লঞ্চ করতে পারে কোম্পানি। তবে সেই ক্ষেত্রে ইনোভা ক্রিস্টা হতে পারে সেরা পরিবর্তনের অপশন। আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে এই গাড়ি।




Toyota Innova electric: চেহারা বদল ক্রিস্টা ইলেকট্রিকের
এক ঝলকে দেখলেই বদল চোখে পড়বে ইনোভো ক্রিস্টা ইলেকট্রিকের (Toyota Innova electric)। সামনের বড় ক্রোম গ্রিলের জায়গায় দেওয়া হয়েছে সাদা-নীল ঢাকনা। এই ডিজাইন দেখলেই গাড়ির ইলেকট্রিক ভার্সন বুঝে যাবেন যেকেউ। সামনে স্ট্যান্ডার্ড সংস্করণের মতো গ্রিল নেই গাড়িতে। নতুন এলইডি ল্যাম্পের পরিবর্তে একটি রঙিন ইভি গ্রিল দেওয়া হয়েছে ইনোভাতে। এমনকী গাড়ির বাম্পারগুলো নতুন দেওয়া হয়েছে।


Toyota Innova electric: ভিতরটা কেমন গাড়ির ?
ইভির কথা মাথায় রেখে আলাদা ডিজাইনের চাকা দেওয়া হয়েছে এই গাড়িতে। পাশে ডিকালগুলিও নজর কাড়বে আপনার৷ তবে পেট্রল-ডিজেল মডেলের মতোই কেবিন দেওয়া হয়েছে এই কনসেপ্ট কারে। নতুন কনসেপ্ট ইভিতে একই ধরনের লে-আউট রাখা হয়েছে। তবে ড্যাশবোর্ডে টাচস্ক্রিন ও মাঝখানে একটি ছোট স্ক্রিন সহ অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দিয়েছে কোম্পানি। কিছু ক্ষেত্রে ইভির ছাপ রাখা হয়েছে কেবিনে। অটো ব্লগারদের ধারণা, টয়োটার(Toyota) হয়তো এটি বাজারে আনার পরিকল্পনা নেই। নতুন করে এখন ইনোভার (Toyota Innova Hybrid) হাইব্রিড সংস্করণের পরিকল্পনা করছে কোম্পানি। তবে এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


আরও পড়ুন : Vehicle Price Hike: ১ এপ্রিল থেকে আরও দামি হচ্ছে গাড়ি-বাইক, দেখে নিন কারা বাড়াচ্ছে দাম