রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি-র নতুন কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে। এরই মধ্যে বিক্ষুব্ধদের ছেঁটে  ফেলে বিজেপি-র জেলা কমিটি গঠন করা হল জলপাইগুড়িতে। নতুন কমিটি থেকে বাদ পড়লেন জেলা বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তীও। ফলে নতুন করে অসন্তোষের আবহ তৈরি হয়েছে।


জেলার নতুন কমিটি থেকে বাদ পড়ে অলোকবাবু বলেছেন, ‘আমাদের দলের সভাপতির সিদ্ধান্তেই এটা হয়েছে। তিনিই ঠিক করেন কাদের রাখবেন আর কাদের বাদ দেবেন। এই সিদ্ধান্ত আশা করিনি। ভেবেছিলাম এবার যোগ্য সম্মানটুকু পাব। দিন-রাত এক করে নিজের ব্যবসার ক্ষতি করে, সব জলাঞ্জলি দিয়েছিলাম দলের জন্য। মন-প্রাণ দিয়ে দলের সৈনিক হিসেবে কাজ করেছিলাম। ভেবেছিলাম দল মর্যাদা দেবে। কিন্তু সেটা হল না। এর কারণ কী, সেই উত্তর রাজ্য ও জেলা সভাপতি দেবেন। এই সিদ্ধান্ত সঠিক কিনা আগামী দিন বলবে। অপেক্ষায় থাকব পুর নির্বাচনের।’


অলোকবাবু আরও বলেছেন, ‘আমি প্রতিবাদী ছিলাম। প্রচুর কর্মীরা ফোন করে ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে, আর দলের হয়ে কাজ করবে কিনা চিন্তা করবে। আমি এমন কোনও কাজ করিনি যে কমিটি থেকে সরিয়ে দিতে হবে। যারা করেছে তারা বড় বড় জায়গা পাচ্ছে। এটা ঠিক নয়। আমি সবসময় প্রতিবাদী। জেলা সভাপতি অন্যায় করলেও আমি সোচ্চার হব। এবার দল সাফল্য না পেলে দল সিদ্ধান্ত নেবে।’


অন্যদিকে, সাত মাস আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি ছেড়েছেন যে নেতা, তাঁকেই করা হয়েছে দলের সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি! আলিপুরদুয়ারে বিজেপি-র নতুন জেলা কমিটি ঘিরে তুমুল বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সমালোচনার মুখে ভাস্কর দে-র নাম প্রত্যাহার করে তাঁর জায়গায় কালচিনির এক নেতাকে সহ সভাপতি করেছে বিজেপি। তবে তাতে বিতর্ক থামছে না। দলত্যাগী নেতাকে পুরভোটের মুখে কীভাবে সংগঠনের দায়িত্ব দেওয়া হল? এই প্রশ্ন তুলে শুরু হয়েছে সমালোচনা।