রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি : ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে (Dhupguri Bypoll) বিজেপির মাথাব্যথার কারণ হতে পারেন গোঁজ প্রার্থী। নির্দল হিসেবে মনোনয়ন জমা (Nomination File) দিয়েছেন তারামণি রায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা শাসকের দফতরে তাঁর অনুগামীদের নিয়ে নির্দলের হয়ে মনোনয়ন জমা দেন তিনি। তারামণি রায় বিজেপির (BJP) টিকিটে লড়ে দু’-দু’বার পঞ্চায়েত সদস্যা হন। তাঁর স্বামীও ছিলেন বিজেপির দাপুটে নেতা। 


দলের মনোনীত প্রার্থী তাপসী রায়কে পছন্দ না হওয়ায় নির্দল প্রার্থী তারামণি রায়ের দিকেই ঝুঁকেছেন ধূপগুড়ির বিজেপি কর্মীদের একাংশ। গত বৃহস্পতিবার বিজেপি কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী তাপসী রায়। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী  ও সাংসদ, বিজেপির জেলার নেতা এবং প্রায় পাঁচ শতাধিক কর্মী-সমর্থক। এ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। তাল কাটে বিজেপির বিক্ষুব্ধ নেত্রী তারামণি রায় নির্দলের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায়। বিক্ষুব্ধ বিজেপি নেত্রীর দাবি, তাঁর ওপর অবিচার হয়েছে। সেই কারণেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। 


নির্দল প্রার্থী তারামণি রায় ১৯৯৮ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি ১৯৯৮ সালে এবং ২০০৮ সালে দু'বারের পঞ্চায়েত সদস্যা ছিলেন। এমনকী তাঁর প্রয়াত স্বামী বিজেপি দলের দাপুটে নেতা ছিলেন। তারামণি রায় দলের প্রতি ক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র জমা দেন। তাঁর অনুগামীদের দাবি, প্রার্থী তাঁদের পছন্দ নয়। এমনকী প্রার্থী বাছাইয়ের আগে তাঁদের সঙ্গে আলোচনাও করা হয়নি। সেই কারণেই দলের প্রতি ক্ষুব্ধ হয়েই এই সিদ্ধান্ত। দলের ক্ষতি হলে কি করব ! আমরা যাকে দাঁড় করিয়েছি, ধূপগুড়ির প্রত্যেকে তাঁকে চেনেন এবং তিনি বহু বছর থেকে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন।


এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের কটাক্ষ, উপনির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির। যেখানে বিজেপির মিছিলে প্রকাশ্যে দলের প্রাক্তন সহ-সভাপতিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়, তাতেই বোঝা যায় দলটার কী পরিস্থিতি। তাই বিজেপির যারা প্রকৃত নেতা-কর্মী, তারা তিতিবিরক্ত। ফলে, বিজেপি থেকে নির্দল হয়েছে।


২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্য়ুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election)।৮ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের গণনা। 


কোন্দলের কথা উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।