জলপাইগুড়ি: আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন (omicron)। আইআইটির (IIT) গবেষক বলছেন, আগামী ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের (February) আশঙ্কা। ওমিক্রন এখনও খারাপ পরিণতি না দেখালেও, মানুষের মনে আতঙ্ক দানা বাঁধছেই। কারণ সেই দিনগুলো এখনও ভোলা যায়নি। যখন প্রতিদিন এসেছে কোভিড-মৃত্যুর (Covid Death) খবর। করোনা কেড়েছে প্রয়জনের প্রাণ। শেষ দেখাও হয়ত হয়নি। অক্সিজেন অক্সিজেন (oxygen) ... হাঁফাতে হাঁফাতে চলে গিয়েছে কত প্রাণ !! আবার কি সেই দিন ফিরে আসবে ? নাহ, তেমন কোনও ভয়ঙ্কর ইঙ্গিত মেলেনি ঠিকই , তবে মঙ্গলবারই ঘটে যাওয়া একটি ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে অনেক মানুষকে ।
আরও পড়ুন :
নতুন বছরের ফেব্রুয়ারিতেই দেশে তৃতীয় ঢেউ ? জানুন, কী বার্তা দিলেন IIT-র গবেষক
' বলছিল... একটু অক্সিজেন ... অক্সিজেন... শ্বাস নিতে পারছি না...এই বলতে বলতেই প্রাণটা বেরিয়ে গেল'... ডুকরে উঠলেন জলপাইগুড়ির বাসিন্দার আত্মীয়া। অ্যাম্বুল্যান্সে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হল রোগীর। যদিও অক্সিজেনের অভাবে মৃত্যু কথা অস্বীকার করেছে বিশ্ববাংলা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রোগীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক ছিল। ফুসফুস খারাপ ছিলই। সেই সঙ্গে কোভিডে ফুসফুসের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
কিন্তু সেই কথা মানতে নারাজ পরিবারের লোকজন। তাঁদের দাবি, হাসপাতালে অক্সিজেন ছিল না। বলে দেওয়া হয়, কোনও টেস্টও করা যাবে না। অক্সিজেনের অভাবে ছটফট করছিলেন রোগী। অবশেষে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারান তিনি। এই হাহাকার ফের একবার ফিরিয়ে দিল দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি।
ভারতে কোভিড চিত্র :
করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩।