রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: ভেজাল আলুর বীজ বাজারে বিক্রির চেষ্টার অভিযোগে ধূপগুড়ি পুর-বাজারে উত্তেজনা। ট্রাক আটকালেন আলু বীজ ব্যবসায়ী সমিতির সদস্যরা। অভিযোগ, গতকাল রাতে পঞ্জাবের একটি নামী সংস্থার লেবেল বসিয়ে, প্যাকেটে ভরে ভেজাল আলুর বীজ ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে বিক্রির চেষ্টা করছিল কয়েকজন। ব্যবসায়ীরা হাতেনাতে ধরে ফেলেন। (Jalpaiguri News)
লরি-সহ চালককে আটক করেছে ধূপগুড়ি থানার পুলিশ
পরে ধূপগুড়ি থানার পুলিশ পঞ্জাবের নম্বর প্লেট লাগানো ট্রাক ও সেটির চালককে আটক করে। আলুর বড় ব্যবসাকেন্দ্র ধূপগুড়ি। সেখানে কাদের মদতে ভেজাল আলুর বীজ বিক্রির চেষ্টা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় কোনও ব্যবসায়ী এর সঙ্গে জড়িত থাকলে, কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি। (Dhupguri Potato Seeds)
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। জানা গিয়েছে, গতকাল রাতে ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে ভিন্ রাজ্যের একটি আলুর বীজ বোঝাই লরি আটক করেন আলু ব্যবসায়ীরা। এর পর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। পরবর্তীতে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। লরির চালক-সহ লরিটিকে আটক করে নিয়ে যায় ধুপগুড়ি থানার পুলিশ।
আরও পড়ুন: Smoke Cannister Incident: পুলিশের চোখে ধুলো দিতে সিগন্যাল অ্যাপে চ্যাট ! সংসদকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
নামী সংস্থার লেবেল বসিয়ে, প্যাকেটে ভরে ভেজাল আলুর বীজ বিক্রির চেষ্টা
এদিকে বিষয়টি জানতে পেরে আলু ব্যবসায়ীর-সহ উত্তরবঙ্গ আলু বীজ সমিতির সভাপতি স্বপন দত্ত এসে পৌঁছন। তিনি বলেন, "আমাদের কাছে খবর আসে, একটি ভিন্ রাজ্যের লরিতে লেবেল এবং প্যাকেট নকল করে ভেজাল আলু আটক করা হয়েছে। খবর শুনে ছুটে এসে দেখি ঘটনা সত্যি।
পুলিশকে খবর দেওয়া হয় লরি ও চালককে আটক করে নিয়ে যায় পুলিশ, আমি চাই এর তদন্ত হোক। যেই এই কারবারের সঙ্গে জড়িত থাকুক না কেন তাঁর উপযুক্ত শাস্তি দাবি করছি।"
এখনও পর্যন্ত কোনও ব্যাবসায়ীর নাম সামনে সামনে আসেনি এই ঘটনায়। তবে উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতি এবং প্রশাসনের তরফে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। আলুচাষ এবং ব্যবসার কেন্দ্র ধূপগুড়ি। প্রতিবছর ধূপগুড়ি ব্লক জুড়ে বিপুল পরিমাণ আলুর চাষ হয়ে থাকে। আলুর ভেজাল কারবার রুখতে প্রথম থেকেই কৃষি দফতর সক্রিয়। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে।